Top
সর্বশেষ

সুবর্ণজয়ন্তী উপলক্ষে কুমারখালীতে আলোচনা সভা

১৩ মার্চ, ২০২২ ৪:৫০ অপরাহ্ণ
সুবর্ণজয়ন্তী উপলক্ষে কুমারখালীতে আলোচনা সভা
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি :

কুষ্টিয়ার কুমারখালীতে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রবিবার (১৩মার্চ) সকালে কুমারখালী সরকারি কলেজের আয়োজনে কলেজ চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় কুমার সরকারের সার্বিক তত্বাবধানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -৪ কুমারখালী খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-পৌর মেয়র সামছুজ্জামান অরুন, কুমারখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আকুল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, মহিলা পরিষদের সভাপতি মমতাজ বেগম, বীর মক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন তারেক প্রমুখ।

আলোচনা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার