ভোলা সদর উপজেলার ইলিশা মৎস্য ঘাটে অভিযান চালিয়ে জাটকাসহ ৩০ মণ অবৈধ মাছ জব্দ করেছে ভোলা সদর মৎস্য বিভাগ ও কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
রোববার (১৩ মার্চ) সকালে ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট সংলগ্ন চডার মাথা মৎস্য ঘাট থেকে এসব মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও গরীব, অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।
ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন বলেন, ইলিশসহ সব ধরনের মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে ভোলার ১৯০ কিলোমিটার এলাকায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মাছ শিকার উপর সরকার নিষেধাজ্ঞা জারি করেছে। এ সময় মাছ আহরণ, পরিবহন, বিক্রি ও মজুত বন্ধ থাকবে।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট সংলগ্ন চডার মাথা মৎস্য ঘাটে অভিযান চালিয়ে ঢাকা ও দেশের বিভিন্ন মোকামে নেয়ার সময় ৩০ মন অবৈধ মাছ জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পযর্ন্ত ইলিশসহ সব মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে ভোলার ইলিশা থেকে চর পিয়ালের শাহবাজপুর চ্যানেলে মেঘনা নদীর ৯০ কিলোমিটার এবং ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার পর্যন্ত ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।