Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

প্রস্তাব প্রত্যাখান করায় কলেজছাত্রীকে ছুরিকাঘাত

১৩ মার্চ, ২০২২ ৭:৩৮ অপরাহ্ণ
প্রস্তাব প্রত্যাখান করায় কলেজছাত্রীকে ছুরিকাঘাত
পাবনা প্রতিনিধি :

বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় গাজীপুরের শ্রীপুর উপজেলায় কলেজছাত্রীকে ছুরিকাঘাতকারী বখাটেকে পাবনা থেকে গ্রেপ্তার করেছেন র‌্যাব সদস্যরা।

ছুরিকাঘাতে আহত ছাত্রী মার্জিয়া (১৮) একই ইউনিয়নের বরমী বেপারীপাড়া বালুঘাট এলাকার মো. মাসুদ মিয়ার মেয়ে। মার্জিয়া বরমী কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

কলেজছাত্রী মার্জিয়া জানায়, মামুন প্রায়ই কলেজে যাওয়া-আসার পথে তাকে উত্যক্ত করতো। মাসখানেক আগে মামুন মার্জিয়াদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালে তার বাবা তা প্রত্যাখান করেন। এনিয়ে তার মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার (১০মার্চ) দুপুরে কলেজ ছুটির পর বাড়ি ফেরার সময় বরমী বালুঘাট এলাকায় মামুন হঠাৎ এসে তার গতিরোধ করে। তাকে দেখে অন্যপাশ দিয়ে যাওয়ার সময় সামনে থেকে গিয়ে ছুরিকাঘাত করে।

প্রথম আঘাতটি হাত দিয়ে আত্মরক্ষা ঠেকাতে পারলেও দ্বিতীয় আঘাতটি বুকে ও তৃতীয় আঘাতটি পেটে লাগে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বরমী কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান খান বলেন, বৃহস্পতিবার কলেজ ছুটির পর এঘটনা ঘটে।

এবিষয়ে শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে ভিক্টিমের বাবা মামলা দায়ের করেন। মামলায় মামুনের নাম রয়েছে ।

র‌্যাব-১এর (গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের) কোম্পানি কমান্ডার এএসএম মাঈদুল ইসলাম জানান, মামলা দায়েরের পর তারা ছায়া তদন্ত শুরু করেন। পরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাবনার ঈশরদী উপজেলার কলিকাপুর এলাকা থেকে র‌্যাব-১২-এর সহযোগিতায় মামুনকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার