Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

কেশবপুরে ইউএনডিপি-ভাব ই-লার্নিং প্রকল্পের কর্মশালা

১৩ মার্চ, ২০২২ ৮:১৬ অপরাহ্ণ
কেশবপুরে ইউএনডিপি-ভাব ই-লার্নিং প্রকল্পের কর্মশালা
অলিয়ার রহমান, কেশবপুর (যশোর) :

কেশবপুরে ইউএনডিপি-ভাব ই-লার্নিং প্রকল্পের কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব-বাংলাদেশ) ও কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলামের সভাপতিত্বে পরিষদের হলরুমে অনুষ্ঠিত কনসালটেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। কর্মশালায় স্বাগত বক্তব্য ও ভাব বাংলাদেশের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন সংস্থার সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান।

বিশেষ অতিথির বক্তব্য দেন, ইউএনডিপির অ্যাক্সিলেটর ল্যাবের হেড অব এক্সপ্লোরেশন এম এম জিমরান খান, ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মাছুম বিল্লাহ, ব্যাকবন লিমিটেডের ব্যস্থাপনা পরিচালক আব্দুল মতিন শেখ মাহিন, প্রোগ্রাম অপারেশনন্স কাজী শামসুল হুদা, উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম ও কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান। কর্মশালায় কেশবপুর উপজেলার ভাব বাংলাদেশের ই-লানিং প্রকল্পের অন্তভুক্ত ৩টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, এসএমসির সদস্য, অভিভাবক ও শিক্ষাথর্ীরা ই-লার্নিং প্রকল্পের সুবিধা, প্রতিবন্ধকতা এবং প্রতিবন্ধকতা দূরীকরণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

শেয়ার