Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগে চুয়াডাঙ্গায় ওয়ারিশদের মানববন্ধন

১৩ মার্চ, ২০২২ ৮:৪৫ অপরাহ্ণ
সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগে চুয়াডাঙ্গায় ওয়ারিশদের মানববন্ধন
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা :

চুয়াডাঙ্গায় জোরপূর্বক সম্পত্তি থেকে ওয়ারিশদের বঞ্চিত করে মাটি বিক্রি করছে ওই সকল ভূমি দস্যুদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি শেষে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও দামুড়হুদার এসিল্যান্ড বরাবর স্বারকলিপি পেশ করা হয়েছে।

রোববার দুপুর ১২ টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালেয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের মৃত লিয়াকত আলী শাহ’র ছেলে এসএম ওয়াজুদুল হাসান টুটুল শাহ’র আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এবং ওই এলাকার সাধারণ মানুষ।

মানববন্ধনে এসএম ওয়াজুদুল হাসান টুটুল শাহ দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের বুলমাজন শাহ’র ছেলে লিপু শহ ও হুরমুজ শাহ এবং নিজাম উদ্দিন শাহ’র ছেলে টিপু শাহ’র বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আমার পিতা জীবিত থাকা অবস্থায় অভিযুক্ত ব্যাক্তিরা আমাদের জমি-জায়গা জোরপূর্বক দখল কলে ভোগ করে আসছে। আমার পিতার মৃত্যুর পর অভিযুক্তদের কাছে আমি ওই জমি ফেরত চাইলে তারা আমার সাথে বিভিন্ন ভাবে তালবাহানা করতে থাকে।

বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গদের সাথে নিয়ে অভিযুক্তদের সাথে মিমাংশা করতে চাইলে তারা জায়গা ফেরত না দিয়ে আমাদের ঘুরাতে থাকে। একপর্যায়ে আমি গত ২ ফেব্রুয়ারী বেলা ১১ টার দিকে অভিযুক্তদের সাথে দেখা করতে গেলে তারা আমাকে মারধর করাসহ হত্যার হুমকি দেয়।

শেয়ার