Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

যশোর বোর্ডে পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ২১ শিক্ষার্থী

১৩ মার্চ, ২০২২ ৯:৫২ অপরাহ্ণ
যশোর বোর্ডে পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ২১ শিক্ষার্থী
এ.এফ.এম. আব্দুল কাইয়ুম, যশোর :

এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরে ৪৪ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ২১ জন।আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন। রোববার এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশের পর যশোর বোর্ডের ফল পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।করোনা মহামারির কারণে প্রত্যেক বিভাগের শিক্ষার্থীদের তিনটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

গত ১৩ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়।এতে পাসের হারে দেশের সেরা হয় যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ১ লাখ ৩১ হাজার ৫০০ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ১ লাখ ২৮ হাজার ১৬৩ জন।পাসের হার ছিল ৯৮ দশমিক ১১ শতাংশ। জিপিএ-৫ পায় ২০ হাজার ৮৭৮ জন। প্রকাশিত ফলে প্রত্যাশা পূরণ না হওয়ায় ৪ হাজার ৫৬৩ জন পরীক্ষার্থী উত্তরপত্র নতুন করে মূল্যায়নের আবেদন করে।

এতে ৪৪ জনের ফল পরিবর্তন হয়েছে। প্রতিবছর ফেল থেকে একেবারেই জিপিএ-৫ পাওয়ার সংখ্যা থাকলেও এবার সেই সংখ্যা একেবারেই নেই। তবে ফেল থেকে বিভিন্ন গ্রেডে পাস করেছেন ২১ জন।ফল পরিবর্তন হওয়া ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪ জন, এ গ্রেড পেয়েছেন ৪ জন, এ মাইনাস পেয়েছেন ৮ জন।

এছাড়া বাকিদের বিভিন্ন গ্রেডে ফল পরিবর্তন হয়েছে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুন্দ্র বলেন, পরীক্ষার উত্তরপত্রে নম্বর যোগফল গণনার কারণে পুনঃনিরীক্ষার রেজাল্টে পরিবর্তন আসে।৪হাজার ৫৬৩ জন পরীক্ষার্থীর উত্তরপত্র নতুন করে পরীক্ষক নির্ধারণ করে মূল্যায়ন করা হয়। এতে ৪৪ জনের ফল পরিবর্তন হয়েছে। যাদের ফল পরিবর্তন করা হয়েছে তাদের মধ্যে ২১ জন প্রথম প্রকাশিত ফলে ফেল করেছিল।

 

শেয়ার