Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

জাবি থিয়েটারের নতুন কমিটি গঠন

১৪ মার্চ, ২০২২ ১০:৫০ পূর্বাহ্ণ
জাবি থিয়েটারের নতুন কমিটি গঠন
জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাট্য সংগঠন জাহাঙ্গীরনগর থিয়েটারের (অডিটোরিয়াম) নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৩ মার্চ) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ মোহম্মদ কামরুল আহছান সভাপতি, কমিটিতে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী হুমায়ন ইবনে জামানকে সম্পাদক করা হয়েছে। এছাড়া একই ব্যাচের অর্থনীতি বিভাগের ফাতেমা নাজনীন শায়লাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- অর্থ সম্পাদক ঐশিক সামী আহমেদ, দপ্তর সম্পাদক সুমাইয়া জাহান, প্রচার সম্পাদক চন্দন সমদ্দার সোম, প্রযোজনা সম্পাদক উৎপল মণ্ডল, প্রকাশনা সম্পাদক রায়হান বাবু বর্ষণ ও পাঠাগার সম্পাদক মুক্তারুল ইসলাম অর্ক। কার্যকরী সদস্য হিসেবে আছেন- ফারিয়া মাহিন আলম রিয়ানা, জায়েদ হোসেন আলিফ, হাসিব আদনান, এম এস কে শিমুল ও কাজী সাদিয়া আক্তার বিথী। অন্যদিকে সাধারণ সদস্য হিসেবে আছেন- সাইফুল ইসলাম শামীম, প্রিয়া সাহা, জনি, ফিরোজ, শান্ত, নৈতিক, মীম, সামিউল ও মাহমুদ।

এছাড়া প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামরুজ্জামান মনির প্রধান উপদেষ্টা, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আনিছা পারভীন জলি উপদেষ্টা এবং শিক্ষার্থী শৌমিক বাগচী ও তাসনিয়া তাহাসিন আরশী সম্মানিত কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন।

শেয়ার