Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

মাগুরায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরণ

১৪ মার্চ, ২০২২ ১:৩৩ অপরাহ্ণ
মাগুরায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরণ
মাগুরা প্রতিনিধি :

দীর্ঘদিন পর ক্লাসের নতুন পাঠ্য বই হাতে পেয়ে উচ্ছ্বসিত অটিস্টিক ও প্রতিবন্ধী শিক্ষার্থীরা। সোমবার (১৪ মার্চ ) মাগুরার জেলার মহম্মদপুর উপজেলা সদরের অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ১২০ জন শিক্ষার্থীকে নতুন বই দেওয়া হয়েছে ।

বিদ্যালয় চত্বরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম সুরুজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী জয়নুর রহমানঅন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান, সমকালের মহম্মদপুর প্রতিনিধি- মোঃ কামরুল হাসান, মো. ওয়াসিম উদ্দীন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. ঈদুল শেখ প্রমুখ।এ সময় বক্তারা প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপরকরণসহ শতভাগ ভাতা প্রদানে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আলোচনা অনুষ্ঠান শেষে ১২০ জন অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করা হয়। বই পাওয়ার পর এসব অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীরা আনন্দে উচ্ছাসিত হয়ে পড়ে।

শেয়ার