Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

ভোলায় বিপুল পরিমান সয়াবিন তেল জব্দ, জরিমানা ও গুদাম সিলগালা

১৪ মার্চ, ২০২২ ১:৪৪ অপরাহ্ণ
ভোলায় বিপুল পরিমান সয়াবিন তেল জব্দ, জরিমানা ও গুদাম সিলগালা
ভোলা প্রতিনিধি :

ভোলায় একটি গোডাউন থেকে রূপচাঁদা সহ বিভিন্ন কোম্পানির ৬ হাজার ২’শ লিটার সয়াবিন তৈল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ডিলার রাশেদুল আমিনকে জরিমানা এবং গোডাউন সিলগালা করে দেয়া হয়েছে।

রোববার (১৩ মার্চ) রাতে ভোলা পৌরসভা ১নং ওয়ার্ডে আবহাওয়া অফিস রোড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা ও গোডাউন সিলগালা করা হয়। ভোলা জেলা কৃষি বিপণন অধিদফতরের কর্মকর্তা মো. মোস্তফা সোহেল এ তথ্য নিশ্চিত করে বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে আবহাওয়া অফিস রোড এলাকায় স্টুডেন্ট কেয়ার কোচিং সেন্টারের পাশে একটি গোডাউনে অভিযান চালানো হয়। গোডাউনে রূপচাঁদা সহ বিভিন্ন কোম্পানির ৬ হাজার ২’শ লিটার সয়াবিন তৈল মজুদ ছিল। সেখানে বিপুল পরিমান সয়াবিন তৈল মজুদ রাখার অপরাধে ডিলার মো. রাসেদুল আমিনকে আটক করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান। তিনি আরো জানান, পরে ডিলার মো. রাসেদুল আমিনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং তেলগুলো জব্দ করার পাশাপাশি গোডাউনটি সিলগালা করে দেয়া হয়। ডিলার রাশেদুল আমিন এসব তৈল বিভিন্ন বাজারে বেশী দামে বিক্রি করার উদ্দেশে মজুদ রাখেন।

শেয়ার