Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

শত্রুতার জেরে জমির ফসল নষ্ট

১৪ মার্চ, ২০২২ ৩:০০ অপরাহ্ণ
শত্রুতার জেরে জমির ফসল নষ্ট
মাগুরা প্রতানিধি :

মাগুরা জেলার মহম্মপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের ডুমুরশিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রায় ৭ বিঘা জমির ফলন্ত নালিম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। রবিবার দুপুরে জমিতে গিয়ে এটি দেখতে পান সেখানকার ক্ষেতে কাজ করা দেলোয়ার, মোহন ও জসিম উদ্দিন। পরে এ ঘটনার বিষয়ে ক্ষেতের মালিককে জানানো হলে জমিতে গিয়ে ক্ষেতের সব নালিম গাছ কাটা দেখতে পেয়ে তিনি সংঙ্গাহীন হয়ে পড়েন।

এ ঘটনার বিষয়ে ক্ষেতের মালিক খোকন কাজী বলেন, প্রায় ৪ বছর ধরে সে এই জমিতে বিভিন্ন ধরনের গাছ ও নালিম চাষ করে আসছেন। রমজান মাসকে সামনে রেখে জমিতে পেঁপে গাছের পাশা পাশি প্রায় ৩ লাখ টাকা ব্যায় করে নালিমের বীজ লাগিয়ে ছিলেন। বীজ থেকে গাছের ফলন শুরু হওয়া মাত্রই দুবৃত্তরা তার গাছ কেছে ফেলেছে। এতে তিনি প্রায় ৭ থেকে ৮ লাথ টাকার ক্ষতির সমূখিন হয়েছেন।

তিনি আরো জানান, এ ঘটনার মাস দেড়েক আগে উক্ত জমির ৪৫টি ধরন্ত কলা গাছ কেটে ফেলে দুবৃত্তরা। রবিবার আবার তার এত বড় ক্ষতি করে দিলো। এর সাথে যারা জড়িত তাদের সঠিক বিচার চান তিনি।

নালিম গাছ কাটার বিষয়ে খোকন কাজীর ছেলে কাজী মাসুদ রানা জানান, শনিবার তাদের লিজ নেওয়া এ জমিতে আনছার মোল্যার বেশ কয় একটি ছাগল নালিম গাছ খেয়ে ফেলে। এরই প্রতিবাদ করতে গেলে আনছার হোসেনের সাথে তার কথা কাটাকাটি হয়। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে আনছারের ছেলে মিজানুর ও হাবিবুর এসে তাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিতে থাকে। এক পর্যায়ে স্থানীয় লোক জন এসে পরিস্থিতি শান্ত করে। পরে সে তার নিজ গ্রামে চলে আসে। রবিবার কাজী মাসুদ তার বাবার কাছ থেকে দুপুরে জানতে পারে তাদের ৭ বিঘা জমির নালিম গাছ কেছে ফেলেছে। তার ধারনা আনছার মোল্যা ও তার লোক জন তাদের ফলন্ত নালিম গাছ গুলো কেটে ফেলেছে।

গাছ কাটার ঘটনায় আনছার মোল্যা সহ তার লোক জনের বিরুদ্ধে মহম্মদ পুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম হোসেন জানান, গাছ কাটার বিষয়ে একটা অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ঘটনার সত্যতা পেলে পরবর্তীতে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানান

শেয়ার