Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

১৪ মার্চ, ২০২২ ৩:৩০ অপরাহ্ণ
সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা
সিলেট প্রতিনিধি :

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশ করায় বাংলাদেশি এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত যুবক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া গ্রামের জিলু মিয়ার ছেলে জনিক মিয়া (২৫)।

জানা যায়, রোববার রাতে জনিক মিয়া বড়ছড়া সীমান্ত এলাকার ম্যানেজার বাংলো দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। পরে সেখানকার স্থানীয়রা তাকে চোর সন্দেহে পিটিয়ে জিরো পয়েন্ট এর ভাঙ্গারঘাট কোয়ারি নামক স্থানে ফেলে রেখে যায়।

সোমবার সকালে নিহতর পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সুনামগঞ্জ (২৮ বিজিবি) ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্ণেল মো. মাহবুবুর রহমান বাণিজ্য প্রতিদিনকে বলেন, ‘শুনেছি ভারত সীমান্তে অনুপ্রবেশ করলে ওপারের স্থানীয়রা ওই যুবককে পিটিয়ে আহত করে। মারা যাওয়ার বিষয়টি আমি নিশ্চিত নয় এবং পরিবারের কেউ এ নিয়ে অভিযোগও করেনি।

শেয়ার