Top
সর্বশেষ

মাগুরায় দ্রব্য মূল্যের উর্দ্ধগতি রোধে মহিলা দলের বিক্ষোভ মিছিল

১৪ মার্চ, ২০২২ ৩:৪৫ অপরাহ্ণ
মাগুরায় দ্রব্য মূল্যের উর্দ্ধগতি রোধে মহিলা দলের বিক্ষোভ মিছিল
মাগুরা প্রতানিধি :

কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেরে দ্রব্য মূল্যের উর্ধোগতির প্রতিবাদে মাগুরায় জাতীয়তাবাদী মহিলা দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের জেটিসি সড়ক এলাকা থেকে কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি সাবেক এমপি নেওয়াজ হালিমা আরলি’র নেতৃত্বে মিছিল বের হয়। পরে মিছিলটি জুতাপট্রি সড়কে প্রদক্ষিন শেষে ইসলামপুর পাড়াস্থ বিএনপি অফিস চত্বরে সমাবেশে মিলিত হয়।

জেলা মহিলা দলের সভাপতি উন্মে কুলসুম উর্মি এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নেওয়াজ হালিমা আরলি। এ ছাড়াও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফারহানা ইয়াসমিন বিউটি’র পরিচালনায় বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সহ-সভাপতি সাহানা ফেরদৌস হ্যাপী, এডঃ তানজিরা রহমান, সাংগঠনিক সম্পাদক জেসমিন রহমান স্মৃতি, পৌর মহিলা দলের সভাপতি খুরসিদা ইয়াসমিন ইতি, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তিতাস আহমেদ প্রমূখ।

বক্তারা – রমজানের আগে তেল, গ্যাস, চিনিসহ নিত্যপন্যের দাম দাম না কমালে সরকার পতনের আন্দোলন করা হবে বলে হুশিয়ারী দেন। সমাবেশে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপি সদস্য সচিব মোঃ আকতার হোসেন, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, সদর থানা শাখার সভাপতি মোঃ কুতুব উদ্দিন, পৌর শাখার সভাপতি মাসুদ হাসান খান কিজিল, জেলা যুবদলের সভাপতি এ্যাডঃ ওয়াসিকুর রহমান কল্লোল প্রমূখ।

 

শেয়ার