Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

মিরসরাইয়ে একরাতে ৪ গরু চুরি

১৪ মার্চ, ২০২২ ৫:০০ অপরাহ্ণ
মিরসরাইয়ে একরাতে ৪ গরু চুরি
মিরসরাই (চট্রগ্রাম) প্রতিনিধি :

মিরসরাইয়ে একরাতে চারটি গরু চুরি হয়ে গেছে। সোমবার (১৪ মার্চ ) গভীর রাতে উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড জনার্দনপুর গ্রামের নারায়ন সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। গরু চারটির আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

এলাকাবাসী তথ্যমতে জানা গেছে, সোমবার গভীর রাতে জনার্দনপুর গ্রামের মন্টু কুমার নাথ ও ঝিন্টু কুমার নাথের গোয়াল ঘরে হানা দেয় চোরের দল। সেখান থেকে মন্টু কুমার নাথ দুটি ও ঝিন্টু কুমার নাথের ২টি গরু চুরি করে নিয়ে যায়। গরু চারটি আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা। এখন দিশেহারা হয়ে পড়েছেন বেশ কয়েকবার অজ্ঞান হয়ে গেছেন বলেও জানিয়েছেন এলাকাবাসী।

অত্র এলাকার ইউপি সদস্য সুজাউল হক জানান চুরির বিষয়টি সত্য। খোঁজ নিয়ে জানা গেছে, গত ১ থেকে ২ মাসে দিন দুপুরে গ্রামের ২ থেকে ৩টি গরু চুরি হয়েছে। বর্তমানে যারা গরু এবং গাভী পালন করে জীবিকা নির্বাহ করছেন তারা রাত জেগে তাদের গরু পাহারা দিচ্ছে এবং দুশ্চিন্তায় দিনাতিপাত করছে। একটি সংঘবদ্ধ দল গরু চুরির এ কাজ করে চলেছে।

মন্টু কুমার নাথ জানান, তিনি গাভীর দুধ বিক্রি করে সংসার চালাতেন। তার গাভীটি চুরি চুরি হওয়ায় তিনি এখন তার সংসার চালাতে পারবেন না।

জোরারগঞ্জ থানায় যোগাযোগ করলে ভারপ্রাপ্ত ওসি মোঃ নুর হোসেন মামুন জানান, আমরা গরু চুরির বিষয়ে কোন অভিযোগ পাইনি। গরু চোর ধরতে পুলিশের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

শেয়ার