টাঙ্গাইলের ভূঞাপুরে পারিবারিক কলহের জেরে রফিকুল ইসলাম (৪৫) নামে এক অটোভ্যানচালক স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় রফিকুলের স্ত্রী রাজিয়া খাতুন ভূঞাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
রোববার (১৩ মার্চ) রাতে উপজেলার পৌর শহরের ঘাটান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
সোমবার (১৪ মার্চ) সকালে রফিকুলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে ভূঞাপুর থানা পুলিশ।
অটোভ্যানচালক রফিকুল সিরাজগঞ্জের সদর উপজেলার ঘোড়াচরা গ্রামের ইনছাব আলীর ছেলে। রফিকুলের ১২ বছরের একটি কন্যাসন্তান রয়েছে। রফিকুলের ছোট বোন শিরিনা খাতুন জানান, তার ভাই ঘাটান্দিতে স্ত্রী-সন্তান নিয়ে একটি বাসায় ভাড়া থেকে অটোভ্যান চালাত। রাতে জানতে পারি সে আত্মহত্যা করেছে।
মামলা সূত্রে জানা যায়, রোববার রাতে ভাত খাওয়ার সময় স্ত্রীর সাথে কথাকাটি হয়। খাওয়া শেষ না করে পাশের রুমে গিয়ে শুয়ে পড়েন। এরপর মশার কয়েলের জন্য ভূঞাপুর বাসস্ট্যান্ডে এসে কয়েল কিনে ফের শুয়ে পড়েন। রাত সাড়ে ১১টার দিকে তার রুমে কিছু পড়ার শব্দ শুনে তার স্ত্রী রাজিয়া দরজা ধাক্কা দিলে বন্ধ পান। পরে ছিদ্র দিয়ে দেখেন তার স্বামী ঘরের ধরনার সাথে ঝুলে রয়েছেন। পরে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে থানা পুলিশকে জানান।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে রবিবার রাতেই মৃতদেহ উদ্ধার করা হয়। পরে সোমবার সকালে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় রফিকুলের স্ত্রী রাজিয়া একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।