কলাপাড়ায় আইনজীবী কল্যান সমিতির নব-নির্বাচিত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান এমপি।
রবিবার রাতে আইনজীবী নেতৃবৃন্দের সাথে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে আইনজীবীদের সাথে নিয়ে বাসভবনে গিয়ে সাংসদকে ফুলেল শুভেচ্ছা জানান আইনজীবী কল্যান সমিতির নব-নির্বাচিত সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দীন, সম্পাদক ও সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো: আনোয়ার হোসেন (২) ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট গোলাম মুর্তজা।
এসময় সাংসদ মহিব্বুর রহমান বলেন, শেখ হাসিনা সরকার আইনজীবী বান্ধব সরকার। আইনজীবীদের কল্যানে তিঁনি বার কাউন্সিল ভবন নির্মানে আর্থিক অনুদান দিয়েছেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা কল্পে জুডিসিয়াল কমপ্লেক্স ভবন নির্মান প্রকল্প ইতোমধ্যে একনেকে অনুমোদন পেয়েছে। যা নির্মান সম্পন্ন হলে কলাপাড়ায় প্রাকটিসরত আইনজীবী ও বিচার প্রার্থী মানুষের দূর্ভোগ লাঘব হবে।
উল্লেখ্য, কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ও সিনিয়র সহকারী জজ আদালতে প্রাকটিসরত আইনজীবীদের সংগঠন কলাপাড়া আদালত আইনজীবী কল্যান সমিতির বার্ষিক সাধারন সভা রবিবার শেষ বিকেলে বার ভবনে অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির বিদায়ী সভাপতি অ্যাডভোকেট আ: সত্তার (৫) এবং বার্ষিক রিপোর্ট পেশ করেন বিদায়ী সম্পাদক অ্যাডভোকেট মো: শাহাব উদ্দিন খন্দকার। এরপর আইনজীবী কল্যান সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হন অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দীন, সম্পাদক ও যুগ্ম-সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন যথাক্রমে অ্যাডভোকেট মো: আনোয়ার হোসেন (২) ও অ্যাডভোকেট গোলাম মুর্তজা। সাত সদস্য বিশিষ্ট কল্যান সমিতির অন্য পদগুলো কো-অপ্ট করার কথা জানান সমিতির নব-নির্বাচিত নেতবৃন্দৃ।