Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

নীলফামারী নিরাপদ প্রসব সেবার হার বেড়েছে

১৪ মার্চ, ২০২২ ৬:৩৬ অপরাহ্ণ
নীলফামারী নিরাপদ প্রসব সেবার হার বেড়েছে
এম.আবুল হোসেন শাহ্, নীলফামারী :

ইউনিয়ন ও পরিবার কল্যাণ কেন্দ্রে সপ্তাহে ২৪ ঘন্টা সেবা গ্রহণ করায় নীলফামারী জেলায় নিরাপদ প্রসব সেবা হার বৃদ্ধি পেয়ে ৭৩ শতাংশে উন্নিত হয়েছে। এর আগে ২০১৬ সালে জেলায় নিরাপদ প্রসব সেবার হার ছিল ৬২ শতাংশ। গেল ছয় বছরে ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে নিরাপদ প্রসব সেবা।

সোমবার দুপুরে নীলফামারী ডিবিএলএম প্রশিক্ষণ কেন্দ্রে উন্নয়ন সহযোগী সংস্থা ল্যাম্ব আয়োজিত শো-পিএসসি কাম স্কোর প্রকল্পের অবহিত করণ সভায় এ তথ্য জানায় আয়োজকরা।

গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় নীলফামারী জেলায় শো এবং স্কোর প্রকল্পটি বাস্তবায়ন করছে উন্নয়ন সহযোগি সংস্থা ল্যাম্ব। প্রকল্প অবহিত করণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।

নীলফামারী জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোজাম্মেল হকের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’র উপদেষ্টা ফারজাহানা সুলতানা, নীলফামারী সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর পরিচালক (প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যাণ্ড ইমপ্লিমেন্টেশন) আফরোজ মহল, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সেন্ট্রাল অ্যান্ড নর্দান রিজিওন প্রোগ্রামের প্রধান আশিক বিল্লাহ ও ল্যাম্ব’র পরিচালক (সিএইচ ডিপি) বাপন মানকিম।

নীলফামারী জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক (ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন) ডা. মো. জাহেদুল ইসলামের সঞ্চালনায় অবহিত করণ সভায় শো এবং স্কোর প্রকল্পের মূলপ্রবন্ধ উপস্থাপন করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র স্কোর প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার ডা. ওমর ফারুক।

ল্যাম্ব’র পরিচালক (সিএইচডিপি) বাপন মানকিম বলেন, মা ও শিশু মৃত্যু রোধ কল্পে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় নীলফামারী জেলায় ২০১৬ সাল থেকে শো প্রকল্পটি এবং ২০২২ সালের ফেব্রুয়ারী থেকে স্কোর প্রকল্পটি বাস্তবায়ন করছে উন্নয়ন সহযোগী সংস্থা ল্যাম্ব।

ল্যাম্ব শো প্রকল্পের মাধ্যমে ২০১৬ সাল থেকে নীলফামারী জেলার ৫৯টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গ্রামীন দরিদ্র মায়েদের বিনামূল্যে নিরাপদ প্রসব সেবা, প্রসব পূর্ববর্তী এবং প্রসব পরবর্তী সেবা প্রদান করা হচ্ছে।

সপ্তাহে সাত দিন ২৪ ঘন্টায় এসব কেন্দ্রে গর্ভবতী ও প্রসুতি মায়েরা নিরাপদ প্রসব সেবা গ্রহণ করায় জেলায় মা ও শিশু মৃত্যু হার কমেছে। ২০১৬ সালে জেলায় নিরাপদ প্রসব সেবার হার ছিল ৬২ শতাংশ থাকলেও ২০২০ সালে তা ১১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৩ শতাংশে উন্নতি পেয়েছে।

 

শেয়ার