Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

নীলফামারীতে তথ্য অধিকার আইন জানলো শিক্ষার্থীরা

১৪ মার্চ, ২০২২ ৬:৪০ অপরাহ্ণ
নীলফামারীতে তথ্য অধিকার আইন জানলো শিক্ষার্থীরা
এম.আবুল হোসেন শাহ্, নীলফামারী :

নীলফামারীতে কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার আইন বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নীলফামারী সরকারি মহিলা কলেজ মিলনায়তনে ওই ওরিয়েন্টেশনের আয়োজন করে সচেতন নাগরিক কমিটির (সনাক) । ওরিয়েন্টেশনের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।

ওরিয়েন্টেশনের কলেজের শতাধিক শিক্ষার্থীকে তথ্য অধিকার আইন বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন সনাক সভাপতি তাহমিনুল হক ববী। নীলফামারী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুল আনোয়ারের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সনাকের সহ- সভাপতি মো. মিজানুর রহমান লিটু, টিআইবির এলাকা সমন্বয়কারী মো. আসাদুজ্জামান।

আয়োজকরা জানায়, দেড় ঘন্টার আলোচনায় উন্নয়ন এবং তথ্য অধিকার আইন, আইনের প্রয়োজনীয়তা এবং প্রয়োগ, তথ্য প্রাপ্তির আবেদনের পদ্ধত্তি, অপ্রাপ্তিতে পরবর্তী করণীয় বিষয়ে ধারণা প্রদান করা হয় শিক্ষার্থীদেরকে। এসময় হাতে কলমে আবেদন ফরম পূরণ করা শেখানো হয়। শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে তথ্য অধিকার আইন বিষয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন উপস্থিত থেকে এসব পুরস্কার বিতরণ করেন।

এসময় জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন কর্মসূচি আয়োজনে সনাককে ধন্যবাদ জানিয়ে বলেন,‘দূর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইনের গুরুত্ব অনেক। এ আইনটি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা জরুরী।’ সনাককে এ ধরনের কর্মসূচি চলমান রাখার আহ্বান জানান।

এ সময় টিআইবির এলাকা সমন্বয়কারী মো. আসাদুজ্জামান জানান, তথ্য অধিকার আইন,২০০৯ সম্পর্কে জনগণকে অধিকতর সচেতন করা, আইনটি প্রয়োগে জনগণকে উদ্বুদ্ধ করা এবং সেবাদানকারী প্রতিষ্ঠাসমূহে চাহিদাভিত্তিক তথ্য প্রদানের সংস্কৃতি অধিকতর চালু করার লক্ষে চলতি মাস ব্যাপী ক্যম্পেইনের আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে সনাক।

শেয়ার