Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

নীলফামারীতে আগুনে ৭৫ ঘর পুড়ে ছাঁই

১৪ মার্চ, ২০২২ ৭:৩০ অপরাহ্ণ
নীলফামারীতে আগুনে ৭৫ ঘর পুড়ে ছাঁই
এম.আবুল হোসেন শাহ্, নীলফামারী :

নীলফামারীতে চুলার আগুনে ২৭ পরিবারের ৭৫টি ঘর ও ঘরে রক্ষিত নগদ টাকা, আসবাবপত্র ও মালামাল সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়েছে। সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের সোনারায় ইউনিয়নের বক্ধসঢ়;শিপাড়া গ্রামের ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শিদের বারত দিয়ে সোনারায় ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. নূরুল ইসলাম শাহ বলেন, ওই গ্রামের কৃষক আবেদ আলীর বাড়ির রান্না ঘরে চুলা থেকে আগুনের সুত্রপাত হয়ে দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে আবেদ আলীসহ আশপাশের ২৭ পরিবারের ৭৫টি টিনের ঘর ও ঘরে রক্ষিত আসবাবপত্র, নগদ অর্থ, চাল, ডাল, আলুসহ সম্পুর্ণ মালামাল পুড়ে ছাই হয়।

খবর পেয়ে সৈয়দপুর ও উত্তরা ইপিজেড দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে দুই ঘন্টার প্রচেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। উত্তরা ইপিজেড দমকল বাহিনীর জেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. সহিদুল ইসলাম বলেন, রান্না ঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়। খবর পেয়ে উত্তরা ইপিজেড ও সৈয়দপুর দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দুই ঘণ্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে।

সোনারায় ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. নূরুল ইসলাম শাহ বলেন,ক্ষতিগ্রস্তরা সবাই নিম্ন আয়ের মানুষ। কেউ কৃষি কাজ, কেউ দিনমজুর, কেউ রিকসা ভ্যান চালিয়ে এবং কেউ ইপিজেডে কাজ করে সংসার চালান। অগ্নিকান্ডে তাদের ঘরে থাকা ধান, চাল, আলু, আসবাবসহ নগদ টাকা পুড়ে ছাঁই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অর্ধকোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ইউনিয়ন পরিষদের পক্ষে প্রত্যেক পরিবারকে এক হাজার করে টাকা ও শুকনো খাবার দেওয়া হয়েছে। এছাড়াও খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় সংসদ সদস্য প্রতিনিধি ঘটনাস্থল পরির্দশন করে ক্ষতিগ্রস্থদের তাৎক্ষনিক সহায়তা দিয়েছেন।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ বলেন,‘খবর পাওয়ার পরপরই আমি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার ঘটনাস্থল পরিদর্শণ করেছি। তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্ত ২৭ পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে নগদ এক হাজার করে টাকা, দুটি করে কম্বল ও শুকনো খাবার সহায়তা দেয়া হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার বলেন,‘ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুত করে দ্রুত উপজেলা পরিষদে দিতে বলা হয়েছে। তালিকা পাওয়া পরপরই ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে সরকারি সহায়তা প্রদান করা হবে।’

স্থানীয় সাংসদ আসাদুজ্জামান নূরের ব্যাক্তিগত সহকারী তরিকুল ইসলাম বলেন, ‘ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারেকে তাৎক্ষনিকভাবে সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের পক্ষ থেকে নগদ দুই হাজার করে টাকা এবং দুটি করে কম্বল দেওয়া হয়েছে।’

শেয়ার