Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

কালের কন্ঠের ফটো সাংবাদিককে হুমকি

১৪ মার্চ, ২০২২ ৭:৫৮ অপরাহ্ণ
কালের কন্ঠের ফটো সাংবাদিককে হুমকি
রংপুর প্রতিনিধি :

দুর্নীতি দমন কমিশন ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের উপ- পরিচালকের সালাউদ্দিন পরিচয় দিয়ে মোবাইল ফোনে দৈনিক কালের কন্ঠ রংপুর অফিসের ফটো সাংবাদিক গোলজার রহমান আদর কে ভয়ভীতি ও হুমকি প্রদান করা হয়েছে।

এ ঘটনায় সোমবার জীবনের নিরাপত্তা চেয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

রংপুর কোতয়ালী থানার সাধারণ ডায়রী সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১টা ৩ মিনিটে গোলজার রহমান আদর তার কর্মস্থল দৈনিক কালের কন্ঠ অফিসে অবস্থানকালীন সময়ে ০১৭৪৮৬৬৬২১১ মোবাইল নম্বর থেকে তার ব্যবহৃত ০১৭১১০৭৬২৫৬ মোবাইল নম্বরে ফোন করে তার বিরুদ্ধে দুদকের দায়েরকৃত একটি মিথ্যা মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় গোলজার রহমান আদর ওই ব্যক্তির পরিচয় জানতে চাহিলে তিনি, ঢাকা দুদক সমন্বিত জেলা কার্যালয় এর উপ-পরিচালক এবং তার নাম সালাউদ্দিন বলে জানায়।

এসময় তিনি বলেন মামলা এখন আমার হাতে। মামলাটির সমস্যা কি। কি সমাধান চাচ্ছো তুমি। তুমি সিটি মেয়রের ক্যামেরাম্যানের দায়িত্বে ছিলে। আদরের সন্দেহ হলে তাঁর পরিচয় জানতে চাওয়া হয়। এসময় তিনি অপর প্রান্ত থেকে মুঠোফোনে আবার বলেন, আমি দুদকের উপপরিচালক সালাউদ্দিন। প্রথমে নিজেকে তিনি পরিচালক হিসেবে পরিচয় দেন। এতে আদর ভদ্রতার সহিত মামলা সম্পর্কে কিছুটা বর্ননা তুলে ধরেন। বিস্তারিত জানতে হলে টিঅ্যান্ডটি ফোন থেকে কল করতে অনুরোধ করেন আদর। তখন তিনি তাকে ‘বেয়াদব’ এবং অশ্লীল ভাষায় গালমন্দসহ তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে ফোন কেটে দেন ।

দৈনিক কালের কন্ঠ রংপুর অফিসের ফটো সাংবাদিক গোলজার রহমান আদর(আদর রহমান) বলেন, বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তারা আমার জানমালের ক্ষতি করতে পারে। ওই মোবাইল নম্বরধারী ব্যক্তি কে, এবং কেনো আমাকে ফোন করে হুমকি প্রদান করেছে তা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষন করছি।

এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাজ্জাদ হোসেনের (মিডিয়া) সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার