Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

হাজীগঞ্জে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

১৫ মার্চ, ২০২২ ২:৪৪ অপরাহ্ণ
হাজীগঞ্জে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারস্থ এলাকায় তেলবাহী কাভার্ড ভ্যান, মটরসাইকেল ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে সৌরাভ (২০) নামের এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে এই ঘটনায় আহত অবস্থায় আরো দুই জনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হলো চাঁদপুর সদর চাঁদপুর সদর উপজেলার কুমড়ারডুগী এলাকার নাইম ও মোবারক। নিহত সৌরাভ (২০) চাঁদপুর সদর উপজেলার কুমড়ারডুগী এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় চাঁদপুরগামী তেলের ভাউচার ও হাজীগঞ্জগামী একটি সিএনজিসহ মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সৌরভের মৃত্যু হয়।

খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তেলবাহী কাভার্ড ভ্যাটি জব্দ করে।

 

শেয়ার