Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

চাঞ্চল্যকর জসিম হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

১৫ মার্চ, ২০২২ ৩:০৫ অপরাহ্ণ
চাঞ্চল্যকর জসিম হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
উখিয়া প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়া মরিচ্যা বাজারের চাঞ্চল্যকর জসিম হত্যা মামলার প্রধান আসামী মোহাম্মদ নয়নকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ নয়ন হলেন উখিয়া হলদিয়া ইউনিয়নের রুমখা ক্লাসপাড়া এলাকার বদিউল আলমের ছেলে।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

র‌্যাব জানিয়েছে, ব্যবসায়ী জসিমের লাশ উদ্ধারের সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর Quick reaction tean উদ্ধারস্থল পরিদর্শন করে। এই হত্যাকান্ডের প্রধান আসামী মোহাম্মদ নয়ন (২৮) এর সন্ধানে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। পরে আসামী জালিয়াপালংয়ে আত্মগোপন করে কক্সবাজার ত্যাগ করার পরিকল্পনা করার খবরের ভিত্তিতে ১৪ মার্চ বিকেল ৪টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদ করলে আসামী স্বীকার করে, নিখোঁজ হওয়ার কয়েকদিন আগে থেকেই নয়ন ও জসিমের মধ্যে ব্যবসায়িক সম্পর্কের টানাপোড়ন, আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে ঝগড়া, কথা কাটাকাটি এমন কি হত্যার হুমকি দেয়ার ঘটনাও ঘটেছিল।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন আরো জানান, গ্রেপ্তারকৃত আসামীকে উখিয়া থানায় রুজুকৃত মামলা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর প্রক্রিয়াধীণ।

উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারী ব্যবসায়ী জসিম উদ্দিন ব্যবসায়িক কাজে মরিচ্যা বাজার আসার সময় নিখোঁজ হয়। নিখোঁজের প্রেক্ষিতে তার পরিবার উখিয়া থানায় নিখোঁজ সংক্রান্ত সাধারন ডায়েরী করে। সাধারন ডায়েরী করা শর্তেও তার কোনো সন্ধান না পাওয়ায় ১৫ ফেব্রুয়ারী আসামী নয়নকে প্রধান আসামী করে উখিয়া থানায় একটি অপহরণ মামলার এজাহার দাখিল করে, যার মামলা নং ৬৯/২০৪। পরবর্তীতে ১৬ ফেব্রুয়ারী রাস্তা দিয়ে জনসাধারন চলাচলের সময় জসিম উদ্দিনের ব্যবসায়িক গোডাউন হতে পচাঁ গন্ধ অনুভব করলে তাৎক্ষনিকভাবে উখিয়া থানায় বিষয়টি অভিহিত করে। তখন উখিয়া থানার পুলিশ ঘটনাস্থলে আসলে জনসাধারন এর উপস্থিতে উক্ত গোডাউনের তালা ভেঙ্গে জসিম উদ্দিনের গলিত লাশ উদ্ধার করে। উক্ত ঘটনার পর থেকে প্রধান আসামী মোহাম্মদ নয়ন (২৮) গ্রেপ্তার এড়ানোর জন্য আত্মগোপন করে এবং পালিয়ে বেড়ায়।

 

শেয়ার