Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

পিটিয়ে হত্যার অভিযোগ

১৫ মার্চ, ২০২২ ৩:৪০ অপরাহ্ণ
পিটিয়ে হত্যার অভিযোগ
রংপুর প্রতিনিধি :

রংপুরে হারাগাছ পৌর এলাকায় মিঠু মিয়া নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের স্বজনেরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়। হাসপাতাল থেকে হৃদরোগে হৃদরোগে মৃত্যুর ছাড়পত্র নিয়ে দাফনের জন্য বাড়ি নিয়ে যান স্বজনরা।

পরে এলাকাবাসীর বাধার মুখে মেট্রোপলিটন হারাগাছ থানার পুলিশ মঙ্গলবার ভোরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত মিঠু হারাগাছ পৌর এলাকার দালালহাট মাস্টার পাড়ার বাসিন্দা।

হারাগাছ থানার ওসি রেজাউল করিম জানান, , মিঠু মানসিক রোগে আক্রান্ত। মাঝে মধ্যে ভাইসহ পরিবারের অন্য সদস্যদের গালাগাল করতেন। গত রোববার বাড়িতে ঢুকে গালাগালি করতে থাকলে বড় ভাই বাবু প্রতিবাদ করেন। এ সময় দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় বাবুর স্ত্রী ফুল বেগম এগিয়ে আসেন। দুজনের হাতাহাতিতে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায় মিঠু। খালাতো ভাই আসাদ ও তুষারকে গিয়ে বিষয়টি জানান ফুল বেগম। এতে আসাদ ও তুষার ক্ষিপ্ত হয়ে মিঠুকে পিটিয়ে গুরুতর জখম করেন। এক পর্যায়ে মিঠুকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হলে
চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান। তবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে হাসপাতালের ছাড়পত্রে উল্লেখ করা হয়। পরে মরদেহ বাড়িতে নিয়ে গিয়ে দাফনের উদ্যোগ নিলে গ্রামবাসী বাধা দেন। তাদের অভিযোগ, মারধরের কারণে মিঠুর মৃত্যু হয়েছে।

ওসি জানান, মিঠুর মৃত্যুর ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়াা গেছে। ময়নাতদন্তের জন্য পরিবারের লোকজন কোনো সহযোগিতা করেননি। মৃত্যুর ঘটনাটি সন্দেহ হলে মঙ্গলবার ভোরে লাশ বাড়ি থেকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান তিনি।

শেয়ার