রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটি: রাঙামাটিতে কৃষক হত্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫মার্চ) সকালে জেলা কৃষকলীগের উদ্যোগে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ দিবস পালন করা হয় । কৃষক হত্যা দিবস কৃষক হত্যা দিবস
জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আকতারের সভাপতিতে¦ এবং সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমার সঞ্চালনায় এসময় কৃষক লীগের অন্যান্য নেতৃবৃন্দরা বক্তৃতা করেন।
এর আগে দিবসটি উপলক্ষ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর কৃষকলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সভায় বক্তারা বলেন,- কৃষকরা জমিতে ফসল ফলিয়ে দেশের মানুষকে অন্ন যোগানোর মত মহান ব্রত পালন করে। কিন্তু সারের দাবিতে তৎকালিন বিএনপি-জামাত জোট সরকার ১৮ জন কৃষককে হত্যা করে। শুধুমাত্র তাই নয় চাপাইনবাবগঞ্জের কানসাটে ২০০৬ সালে বিদ্যুতের দাবিতে একই ঘটনা ঘটায় বিএনপি।
উল্লেখ্য, ১৯৯৫ সালে মার্চ মাসে সারের তীব্র সংকট দেখা দেওয়ায় সার কিনতে গিয়ে নির্মমভাবে পুলিশের গুলিতে ১৮ জন কৃষক নিহত হওয়ার প্রতিবাদে ১৫ মার্চ কৃষক হত্যা দিবস পালিত হয়।