চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নসিমন গাড়ির ধাক্কায় মোহাম্মদ আব্দুল কাইয়ুম (০৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মোড়ে এই দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কাইয়ুম উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা গ্রামের আব্দুস সোবহানের বাড়ির মোহাম্মদ কায়সারের ছেলে।
প্রতেক্ষ্যদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে রাস্তা পার হওয়ার সময় কালাবিবির দিঘির মোড় থেকে আসা একটি বাড়ি নির্মাণ সামগ্রীবাহী ট্রলি গাড়ির ধাক্কায় কাইয়ুম গুরুতর আহত হয়। তারপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেফার করে। এই অবস্থায় চমেক হাসপাতালে যাওয়ার পথে ফাজিল খাঁর হাট এলাকায় তার মৃত্যু হয়।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুদিক্ষা চৌধুরী বলেন, বেলা ১১টার দিকে গাড়ি এক্সিডেন্টে গুরুতর আহত হওয়াবস্থায় কাইয়ুম নামের এক শিশুকে আনা হয়। আমরা তাকে চমেক হাসপাতালে রেফার করি।