সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গরুহাটি এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা। তারা হলো, কুমিল্লার লাকসাম উপজেলার চিকুনিয়া গ্রামের আঃ রহিমের ছেলে আব্দুল মান্নান (২৯) ও নগরীপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে সুজন মজুমদার (২৮)।
র্যাব-১২’র মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ওই এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২ টি মোবাইল, নগদ ১৭ হাজার ৭০০টাকা ও ১ টি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।