বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানে সাবেক জেএসএস কালেক্টর ও ইউপিডিএফ (গনতান্ত্রিক) সমর্থক জলন্ত তংচগ্যা (৩২) নামে একজকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
তথ্যটি নিশ্চিত করেন ইউপিডিএফ (গণতান্ত্রিক) সাধারণ সম্পাদক উবামং মারমা।
নিহত জলন্ত তংচগ্যা (৩২)।, সে রাজবিলা ইউনিয়নে বাঘমারা এলাকায় থালুং পাড়া গ্রামে বাসিন্দা
১৫ মার্চ মঙ্গলবার বিকালে সদর উপজেলা ৫নং টংকাবতী ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের পূণর্বাসন চাকমা পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে জানান স্থানীয়রা।
নিহত জলন্ত তংচগ্যা (৩৩), সে রাজবিলা ইউনিয়নে বাঘমারা এলাকায় থালুং পাড়া গ্রামে রাম তংচগ্যা ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে আরো জানা যায়, নিহত জলন্ত তংচগ্যা (৩৩) দুই দিন আগে চাকমা পুর্ণবাসন এলাকায় নিজ আত্বীয় বাড়িতে ঘুরতে আসে। পরে সে মোটর সাইকেল যোগে ১২ মাইল দিকে ঘুরতে গেলে দুর্বত্তরা তাকে গুলি ছুড়লে ঘটনাস্থলে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) সমর্থক জলন্ত তংচগ্যাকে নিহত হন।
এইদিকে ইউপিডিএফ(গণতান্ত্রিক) সাধারণ সম্পাদক উবামং মারমা জানান, জলন্ত তংচগ্যা (৩৩) জেএসএস দলের সাবেক কালেক্টর ছিল। নিহত ব্যক্তি জেএসএস দল থেকে বেড়িয়ে এসে এক বছর মতন স্বাভাবিক জীবন করছিল। সেই নিজ আত্বীয় বাড়িতে ঘুরতে গেলে তাকে গুলি করে হত্যা করে। পাশাপশি জলন্ত তংচগ্যা (৩৩) ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের সমর্থক ছিলেন।
টংকাবতী চেয়ারম্যান মায়াং ম্রো বলেন, ঘটনাটি বিকাল দিকে ঘটেছে। এই ঘটনায় গুলিতে একজনের নিহত খবর পেয়েছি। তবে জলন্ত তংচগ্যা টংকাবতী এলাকাবাসীন্দা নয় বলে জানান।
বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুছ ফরাজী জানান, ঘটনাটি শুনে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। কে বা কারা ঘটেছে নিহত লাশ উদ্ধার হওয়ার পর বিস্তারিত জানাতে পারবো।