পঞ্চগড় জেলার দেবীগঞ্জে উপজেলায় নর্দমা থেকে অনিতা রানী ওরফে কালঠী (৩৬) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (১৫ মার্চ) দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের উত্তর মহলদারপাড়া এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। অনিতা রানী ওরফে কালঠী একই উপজেলার পামুলী ইউনিয়নের পামুলীপাড়া এলাকার মৃত প্রবীণ চন্দ্র রায়ের মেয়ে। সে স্বামী পরিত্যক্তা এবং মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, অনিতা রানী একজন মৃগী রোগী এবং মানসিক ভারসাম্যহীন। তিনি প্রতিদিন বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। মঙ্গলবার বিকেলে অনিতার লাশ দেবীডুবা ইউনিয়নের উত্তর মহলদার এলাকায় নর্দমার পানিতে ভাসতে দেখতে স্থানীয়রা। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও দেবীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ ময়নাতদন্ত করার প্রস্তুতি নিলেও অভিভাবকেরা রাজী হননি। পরে পুলিশ ওই নারীর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের
সদস্যরা ময়নাতদন্তে রাজী না হওয়ায় ওই নারীর লাশ তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।