মাদারীপুরে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। ১৬ মার্চ ভোর সাড়ে ৫ টার সময় মাদারীপুর জেলার সদর মডেল থানাধীন কাঠেরপোল মোস্তফাপুর গামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে মোঃ জয়নুদ্দিন সরদার(৪৪),কে গাঁজাসহ হাতে নাতে আটক করে।
র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এর নেতৃত্বে এসময় আটককৃত আসামীর নিকট হতে ০২(দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ জানা যায় যে, ধৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী সে বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। ধৃত আসামীকে উদ্ধারকৃত গাঁজাসহ মাদারীপুর জেলার মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। মাদারীপুর সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা রয়েছে।