Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

মোবাইল বাজারে দুর্ধর্ষ চুরি

১৬ মার্চ, ২০২২ ৪:৫৩ অপরাহ্ণ
মোবাইল বাজারে দুর্ধর্ষ  চুরি
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

হাজীগঞ্জে নিউ চায়না মোবাইল বাজারে আবারো দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে দেখা মিলে চুরি করার দৃশ্য।

ভুক্তভোগী হাফেজ মুহাম্মদ মহসিন জানান, বুধবার গভীর রাতে করিম প্লাজার নিউ চায়না মোবাইল বাজার তার দোকানে দ্বিতীয় বারের মতো চুরি হয়েছে। চুরি যাওয়া ৮টি দামী স্মার্ট ফোন যার বাজার মূল্য দেড় লক্ষ টাকা।

তিনি আরো বলেন, গেলো বছরের ২৫ ডিসেম্বর গভীর রাতপ একই ভাবে চুরি ঘটনা ঘটে। ওইসময় নগদ টাকা ও স্মার্ট ফোনসহ পাঁচ লক্ষ টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায় চোরচক্র। বিষয়টি ধরা পরে সিসিটিভি ফুটেজে।

চুরি হওয়ার ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন হাফেজ মহসিন। এছাড়াও বাজার ব্যাবসায়ী সমিতির নেতৃবৃন্দকে বিষয়টি অবগত করেও কোন সুরাহা হয়নি। আবারো ঘটলো চুরি ঘটনা।

ভুক্তভোগী হাফেজ মুহাম্মদ মহসিন থানা পুলিশ প্রশাসন ও বাজার ব্যাবসায়ী সমিতির নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে শান্তিপূর্ণ ভাবে ব্যাবসায়িক কার্যক্রম পরিচালনা করার ইচ্ছে পোষণ করেন। আর কোন ব্যবসায়ির দোকানে যে নো চুরির ঘটনা না ঘটে। আর যেনো কোন ব্যবসায়ী সর্বচ্চো হারিয়ে নিঃস্ব হতে না হয় এমনটাই প্রত্যাশা করেন তিনি।

শেয়ার