Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

সিলেটে রোববার থেকে মিলবে টিসিবির পণ্য

১৬ মার্চ, ২০২২ ৬:০৫ অপরাহ্ণ
সিলেটে রোববার থেকে মিলবে টিসিবির পণ্য
সিলেট প্রতিনিধি :

সরকারের নির্দেশনা অনুযায়ী সারা দেশের মতো সিলেটেও আগামী রোববার (২০ মার্চ) থেকে বিশেষ কার্ডের মাধ্যমে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ(টিসিবি)-এর পণ্য বিক্রি শুরু হবে। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নগরীসহ সিলেটজুড়ে শিডিউল অনুযায়ী নির্দিষ্ট স্থানে ট্রাকে করে খোলাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করবে টিসিবি।

টিসিবি সূত্র জানায়, সিলেট সিটি করপোরেশন এলাকার জন্য ৪৫ হাজার ‘ফ্যামিলি কার্ড’ প্রিন্ট করা হয়েছে। এর বাইরে সিলেট জেলার জন্য ১ লাখ ৩৮ হাজার ৩৬৩টি ও পুরো বিভাগের জন্য ৪ লাখ ৬২ হাজার ৫২১টি বিশেষ ওই কার্ড করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, সিলেট মহানগরীর ভেতরে তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয় সিটি করপোরেশনকে। ওয়ার্ড কাউন্সিলরদের সাহায্যে ন্যায্য লোকদের নাম যুক্ত করে এ তালিকা তৈরি করা হয়েছে। অপরদিকে, উপজেলা পর্যায়ে এ দায়িত্ব দেওয়া হয় নির্বাহী কর্মকর্তাদের। নির্বাহী কর্মকর্তারা সকল ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের দিয়ে এ তালিকা তৈরি করিয়েছেন। এ তালিকায় উপযুক্ত লোকেরাই স্থান পেয়েছেন।

টিসিবি সিলেট অঞ্চলের প্রধান কর্মকর্তা ইসমাইল মজুমদার জানান, ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। পেঁয়াজ আপাতত শুধু ঢাকা ছাড়া আর কোথাও বিক্রি করবে না টিসিবি। তবে ২৭ মার্চ থেকে চিনি, ডাল ও তেলের সঙ্গে ছোলা বিক্রি করবে টিসিবি।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন বলেন, আগামী ২০ মার্চ ‌থে‌কে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সিলেটে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের প্রথম পর্ব শুরু হ‌বে। ফ্যামিলি কার্ড নগরীতে সিলেটে সিটি করপোরেশনের কাউন্সিলর এবং উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তাদের তত্বাবধানে স্থানীয় সরকার বিভাগের প্রতি‌-নিধি ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বাররা তৈরি করেছেন। মনিটরিংয়ে ছিলেন ট্যাগ অফিসাররা।

তিনি বলেন, পুরো বিভাগের জন্য ৪ লাখ ৬২ হাজার ৫২১টি কার্ড করা হয়েছে। এর মধ্যে সিলেট সিটি করপোরেশন এলাকার জন্য ৪৫ হাজার ও এর বাইরে সিলেট জেলার জন্য ১ লাখ ৩৮ হাজার ৩৬৩টি কার্ড প্রিন্ট করা হয়েছে। টিসিবির পণ্য দোকানে বিক্রি করা ঠেকাতেই সরকারের বিশেষ নির্দেশনায় কার্ড ব্যবস্থা চালু করা হয়েছে। এই স্পেশাল কার্ড দিয়ে উপযুক্ত গ্রহীতারা ন্যায্যমূল্যে জিনিস কিনতে পারবেন।

কার্ড নিয়ে যাতে কোনো অনিয়ম না হয় সে বিষয়টি নজরদারি করার জন্য সংশ্লিষ্ট ট্যাগ অফিসারকে দায়িত্ব প্রদান করা হয়েছে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন।

শেয়ার