পঞ্চগড়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করার দায়ে ইসলাম ফ্লাওয়ারস এন্ড অয়েল মিল নামে তেল উৎপাদনকারী এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৬ মার্চ) পঞ্চগড় শহরের রাজনগর এলাকায় অবস্থিত ওই প্রতিষ্ঠানে জরিমানা করেন জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র রায়।
জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্তাবধানে ও জেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওই প্রতিষ্ঠানে অভিযান করেন। এসময় ওই প্রতিষ্ঠানটির উৎপাদিত তেলের বোতলের গায়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক ম‚ল্যে তেল বিক্রি করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং এধরণের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য ওই প্রতিষ্ঠানকে সতর্ক করেন।
অভিযানে জেলা মার্কেটিং অফিসার আব্দুল গফুরসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।