Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

সেরা তেল উৎপাদনকারীদের মাঝে পুরস্কার বিতরণ

১৬ মার্চ, ২০২২ ৮:৫৫ অপরাহ্ণ
সেরা তেল উৎপাদনকারীদের মাঝে পুরস্কার বিতরণ
নেত্রকোণা প্রতিনিধি :

তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থবছরের সেরা তেল উৎপাদনকারী কৃষকগণের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ি নেত্রকোণার আয়োজনে জেলার পাচঁজন সেরা তেল জাতীয় ফসলের উৎপাদনকারী কৃষকগণের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়।

খামারবাড়ি প্রশিক্ষণ মিলনায়তনে আজ বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে পুরস্কার তুলে দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক কৃষিবিদ মোঃ আশরাফ উদ্দিন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নেত্রকোণার উপপরিচালক কৃষিবিদ এফ এম মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বীজ প্রত্যয়ন অফিসার ড.সালমা লাইজু, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ শাহজাহান সিরাজ, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের ময়মনসিংহ অঞ্চলের মনিটরিং অফিসার কৃষিবিদ মোঃ খায়রুল আমিন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নেত্রকোণার মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় কৃষকদের উপস্থিতিতে সেরা পাচঁ তেল জাতীয় ফসলের উৎপাদনকারী পূর্বধলার কৃষক মো: মনজুরুল হককে ১ম পুরস্কার,কেন্দুয়ার কৃষক মোঃ মোবারক হোসাইনকে ২য়, কলমাকান্দার বিপ্লব কুমার সাহাকে ৩য়, মোহনগঞ্জ উপজেলার মির্জা সরোয়ার জাহানকে ৪র্থ এবং দূর্গাপুরের কৃষক মোঃ শাহজাহান মিয়ার ৫ম হওয়ায় তাদের হাতে প্রশংসাপত্র ও নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

শেয়ার