Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

পুনর্বাসনের দাবীতে স্বারকলিপি প্রদান ব্যবসায়ীদের

১৬ মার্চ, ২০২২ ৯:২৫ অপরাহ্ণ
পুনর্বাসনের দাবীতে স্বারকলিপি প্রদান ব্যবসায়ীদের
গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় বাসস্ট্যান্ডের অর্ধশতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য মৌন মিছিল করে স্বারকলিপি প্রদান করা হয়েছে।

আজ বুধবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় ৮৬ জন ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীরা জেলা শহরে পৌর পার্ক এলাকা থেকে একটি মৌন মিছিল বের বরে। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ করে।

পরে ক্ষতিগ্রস্থ ৮৬জন ব্যবসায়ী স্বাক্ষরিত দক্ষিণ জলিরপাড় বাসস্ট্যান্ড বণিক সমিতির ব্যানারে পুনর্বাসনের জন্য জেলা প্রশাসক শাহিদা সুলতানার কাছে স্বারকলিপি জমা দেন।

স্বারকলিপি সূত্রে জানাগেছে, গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সম্প্রসারণ ও উন্নয়ন কাজ চলছে। এতে দক্ষিণ জলিরপাড় বাসস্ট্যান্ড এলাকায় সড়কের দুই পাশে শতাধিক মানুষ দোকান-ঘর তৈরী করে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন। সম্প্রতি রাস্তার উন্নয়ন কাজ শুরু হওয়ায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা সেসব দোকানঘর সরিয়ে নিয়েছি। প্রকল্পের কাজ শেষ হওয়ার পর বা সড়কের জন্য চাহিদা মোতাবেক জায়গা নির্ধারণের পর যে জায়গা ফাঁকা থাকবে সেসব জায়গা ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা যাতে বন্দবস্ত পেয়ে পুনর্বাসিত হতে পারে তার সুব্যবস্থার দাবী জানান তারা।

শেয়ার