আজ বুধবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় ৮৬ জন ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীরা জেলা শহরে পৌর পার্ক এলাকা থেকে একটি মৌন মিছিল বের বরে। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ করে।
পরে ক্ষতিগ্রস্থ ৮৬জন ব্যবসায়ী স্বাক্ষরিত দক্ষিণ জলিরপাড় বাসস্ট্যান্ড বণিক সমিতির ব্যানারে পুনর্বাসনের জন্য জেলা প্রশাসক শাহিদা সুলতানার কাছে স্বারকলিপি জমা দেন।
স্বারকলিপি সূত্রে জানাগেছে, গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সম্প্রসারণ ও উন্নয়ন কাজ চলছে। এতে দক্ষিণ জলিরপাড় বাসস্ট্যান্ড এলাকায় সড়কের দুই পাশে শতাধিক মানুষ দোকান-ঘর তৈরী করে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন। সম্প্রতি রাস্তার উন্নয়ন কাজ শুরু হওয়ায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা সেসব দোকানঘর সরিয়ে নিয়েছি। প্রকল্পের কাজ শেষ হওয়ার পর বা সড়কের জন্য চাহিদা মোতাবেক জায়গা নির্ধারণের পর যে জায়গা ফাঁকা থাকবে সেসব জায়গা ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা যাতে বন্দবস্ত পেয়ে পুনর্বাসিত হতে পারে তার সুব্যবস্থার দাবী জানান তারা।