আজ বুধবার ১৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পৌর এলাকার মাদারীপুর- শরীয়তপুর সড়কের লেকেরপাড় শিশু পার্কের সামনে মনিরুল ইসলাম ইস্তি কে নিয়ে শরিয়তপুরের ডোমসার যাবার সময় বিপড়ীত মুখি একটি ট্রাকের নিচে পড়ে স্বামী- স্ত্রী ঘটনাস্হলে নিহত হয়।
নিহত মনিরুল ইসলামের বাড়ি পটুয়াখালী জেলায় ও তার স্ত্রীর বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানার মাহিলারা গ্রামে। মনিরুল ইসলাম শরীয়তপুর গ্রামীন ব্যাংকের ডোমসার শাখার ম্যানেজার ও স্ত্রী ফারজানা আক্তার ওই শাখার কেন্দ্রীয় ব্যবস্থাপক। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার শাকিল। লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে