পঞ্চগড়ের চতুর্দেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভ‚টান) বাংলাবান্ধা স্থলবন্দরে বৃহস্পতিবার থেকে তিন দিন বন্ধ থাকবে আমদানি রফতানি কার্যক্রম।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং পবিত্র শব ই বরাত উপলক্ষে তিন দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বাংলাবান্ধা স্থলবন্দরের সরকারি কার্যক্রম ও পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ।
বাংলাবান্ধা আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন ও সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন জানান, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ১৮ মার্চ পবিত্র শব ই বরাত এবং ১৯ মার্চ সাপ্তাহিক ছুটির কারণে ১৭ মার্চ থেকে ১৯ মার্চ এই তিন দিন স্থলবন্দরে চতুর্দেশীয় সকল আমদানি রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের আমদানি রফতানিকারক, সিএন্ডএফ এজেন্ট, কাষ্টমস কর্তৃপক্ষ ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই তিন দিন স্থলবন্দরে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী রবিবার (২০ মার্চ) সকাল থেকে পুনরায় স্থলবন্দরের সকল কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।