গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে কোটালীপাড়া পৌর কিচেন মার্কেট ব্যবসায়ীদের আয়োজনে কিচেন মার্কেট চত্ত্বরে এ আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।
এ সময় কাউন্সিলর আলম গাজী, রাবেয়া বেগম মুকলী, এডভোকেট খান চমন-ই- এলাহি, ব্যবসায়ী বশির বিন সামচুদ্দিন, শংকর দাস, দেবাশীষ বিশারদ, নিজাম শরীফ, নাসিম আহম্মেদ জুয়েল, সোহাগ শেখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।