কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার কেন্দুয়ায় পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।
স্থানীয় ও পুলিশ জানা যায় , আহতদেরকে ঘটনার স্থল থেকে উদ্ধার করে প্রথমে কেন্দুয়া উপজেলা হাসপাতালে পাঠানো হয়।
পরে প্রাথমিক চিকিৎসা শেষে বেশ কয়েক জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিরা উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঘটনাটি শুক্রবার (১৮ মার্চ) উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামে ঘটেছে।
পুলিশ সুত্র মতে, খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে ১৯ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ বলেন, উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামবাসীর দু’পক্ষ বেশ কয়েক মাস যাবত তারা কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে। থানার বেশ কয়েকটি মামলা ও হয়েছে।
তিনি বলেন, শুক্রবার আবার জুড়াইল গ্রামের মতিউর মিয়া গংদের সাথে সেলিম মেম্বার গংদের সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে ঘটনার স্থলে পুলিশ গিয়ে ১৯ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে সংঘর্ষটি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।