Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

অভ্যুত্থানের মাধ্যমে হওয়া সমঝোতা বিঘ্নিত হচ্ছে: উপদেষ্টা নাহিদ

৩০ অক্টোবর, ২০২৪ ৭:১৩ অপরাহ্ণ
অভ্যুত্থানের মাধ্যমে হওয়া সমঝোতা বিঘ্নিত হচ্ছে: উপদেষ্টা নাহিদ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, দলমত নির্বিশেষে যে সমঝোতার মাধ্যমে অভ্যুত্থান সংঘটিত হয়েছে, সেই সমঝোতা এখন বিঘ্নিত হচ্ছে। দেশ পুনর্গঠনে সকলের সহযোগিতা প্রয়োজন।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে প্রেস ইনস্টিটিউটে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ৩৫০ জন সাংবাদিককে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এখনও সংস্কার কাজ চলছে। কিছু মৌলিক সংস্কার করার আগে যদি নির্বাচন দেয়া হয়, তা কেবল ক্ষমতার হাতবদলই হবে। তাই সেই সংস্কারের কাজ চলছে বলে জানান তিনি।

সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি ইস্যুতে তথ্য উপদেষ্টা বলেন, যেকোনো জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন হওয়া প্রয়োজন। এর মধ্য দিয়ে ছাত্ররা নিজেদের অধিকার ফিরে পাবে।

দেশ পুনর্গঠনে সকল রাজনৈতিক দলকে সহযোগিতার আহ্বান জানান তিনি। তার বক্তব্য শেষে ৩৫০ জন সাংবাদিক পরিবারকে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

এম জি

শেয়ার