Top
সর্বশেষ
মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাহফিলের পোস্টার: কারাগারে মাদ্রাসা শিক্ষক

১৯ মার্চ, ২০২২ ২:৪০ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর  প্রতিকৃতিতে মাহফিলের পোস্টার: কারাগারে মাদ্রাসা শিক্ষক
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পৌর এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির ওপর ওয়াজ মাহফিলের পোস্টার লাগানোর ঘটনায় দায়ের করা মামলায় মাদ্রাসা শিক্ষক রেজাউল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আটক রেজাউল করিম তাড়াশ পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লার আমির হোসেনের ছেলে এবং ওয়াজ মাহফিল আয়োজক কমিটির সদস্য।

বাংলাদেশ মুজাহিদ তাড়াশ উপজেলা শাখার উদ্যোগে আগামী ২৬ মার্চ অনুষ্ঠিতব্য ওয়াজ মাহফিলের প্রধান বক্তা করা হয়েছে চরমোনাই পীর মুফতি মোহাম্মদ রেজাউলকে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফজলে আশিক এ তথ্য নিশ্চিত করে জানান, গত ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির ওপর ওয়াজ মাহফিলের পোস্টার সাঁটানো হয়।

এ ঘটনায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী আরশেদ আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই রাতেই পৌর এলাকার দক্ষিণপাড়ার নিজ বাড়ি থেকে শিক্ষক রেজাউল ইসলামকে আটক করা হয়। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, ইসলামী আন্দোলন আওয়ামী লীগ ঘোর বিরোধী একটি দল। ওই দলের অতি উৎসাহীরাই এমন ঘটনা ঘটিয়েছে তাতে সন্দেহ নেই।

ওয়াজ মাহফিলের আয়োজক মওলানা আবুল কাশেম বলছেন, মাদরাসার ছোট ছোট শিক্ষার্থীরা পোস্টার লাগিয়েছে। তারা এ ধরনের কাজ করতে পারে না। তাদের কাছ থেকে কেউ পোস্টার বাড়িতে লাগানোর জন্য চেয়ে নিয়ে বঙ্গবন্ধুর মুখে তা ষড়যন্ত্রমূলকভাবে লাগিয়ে দিয়েছে।

এদিকে এই ঘটনার পর ২৬ মার্চের ওই ওয়াজ মাহফিলও বাতিল করা হয়েছে জানান, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফজলে আশিক।

 

শেয়ার