ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা জানিয়েছেন, প্রতিবেশী দেশ হিসেবে ভ্যাকসিন নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তার কারণ নেই। বাংলাদেশ এই ভ্যাকসিন অগ্রাধিকার ভিত্তিতে পাবে।
শ্রিংলা জানান, সিরাম ইন্সটিটিউটের সিইও’র বক্তব্য তা আমাদের নজরে এসেছে। তবে বাংলাদেশের দুশ্চিন্তার কারণ নেই।
সোমবার (৪ জানুয়ারি) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
এর আগে, পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে. আব্দুল মোমেন জানান, ভারত বাংলাদেশকে যথাসময়ে ভ্যাকসিন দেবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বাণিজ্য প্রতিদিন/এম জি