এই তিনদিনের ছুটি হাতছাড়া করেন নি দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকেরা। টানা তিন দিনের সরকারি ছুটিতে উখিয়ার এই ইনানী সমুদ্র সৈকতকে মুখরিত করেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ভ্রমণকারীরা।
ইনানী বিচে বিস্তৃর্ণ এলাকাজুড়ে প্রকৃতি নিজ খেয়ালে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে অসংখ্য কোরাল। এ সব কোরালের রহস্যময়ী অবস্থান অবলোকন করতে এই বিচে কিছুটা সময় কাটাতে দেশ-বিদেশ থেকে হাজারো পর্যটক চলে আসে। এই ছুটিতেও তাই হয়েছে।
সমুদ্রসৈকতে পরিবারের সদস্যদের নিয়ে বালিয়াড়িতে দৌড়ঝাঁপ, সমুদ্রস্নান, মেরিন ড্রাইভ ভ্রমণ, সূর্যাস্ত দেখাসহ আনন্দমুখর সময় কাটাচ্ছেন ভ্রমণকারীরা। গত তিনদিন ধরে বহুসংখ্যক ভ্রমণকারী ভিড় জমিয়েছেন বালিয়াড়িতে। পৃথিবীর দীর্ঘতম বেলাভূমি কক্সবাজার থেকে টেকনাফ বিচের উখিয়ার ইনানী সি-বিচের সৌন্দর্য উপভোগ করতে দূরদূরান্ত থেকে আসা ট্যুরিস্টদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।
কুমিল্লা থেকে আসা দম্পতি সৌরভ ও নওরিনসহ অনেক পর্যটক ইনানী সমুদ্রসৈকত ঘুরে খুশি মনে বলেন, টানা তিনদিনের ছুটি উপভোগ করতে করতে এখানে বেড়াতে এসেছি। ইনানী সি-বিচ তথা কক্সবাজারের মনোরম পরিবেশ দেখে খুব ভালো লেগেছে। আমরা আগে শুনেছিলাম ইনানী সি-বিচে সূর্যাস্তের কথা কিন্তু বাস্তবে দেখে নিজেকে গর্বিত মনে হচ্ছে।
বেশকিছু পর্যটকেরা জানিয়েছে, ইনানী সমুদ্র সৈকতে আছে কক্সবাজার সৈকতের চেয়ে স্বচ্ছ নীলাভ পানি, অসংখ্য কোরালের ছড়াছড়ি, সূর্যাস্তের অপরূপ দৃশ্য ও সমুদ্র ঘেষা পাহাড়। যার কারণে আমরা বেশি আনন্দ উপভোগ করতে পারি।
ইনানীর হোটেল মোটেল গুলোতে খবর নিয়ে জানাগেছে, সব হোটেল এখন পর্যটকে ভরপুর, তাদের সেবা দিতে দিতে কর্তৃপক্ষ ক্লান্ত।
ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার থেকে থেকে তিন দিন পর্যন্ত দেশি-বিদেশি পর্যটকদের ভিড় ছিল বেশি। তারমধ্যে ছুটি কাটাতে স্থানীয়রা তাদের স্ত্রী সন্তানদের নিয়েও বেড়াতে আসছেন সৈকতে। পর্যটকের আনাগোনা বাড়ায় ব্যবসায়ীরা এখন স্বস্তিতে রয়েছেন বলে তারা জানান।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা গেছে, ইনানীতে আগত পর্যটকদের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ছিনতাই, ইভটিজিং, অতিরিক্ত ভাড়াসহ নানা হয়রানী থেকে পর্যটকদের নিরাপদ রাখতে তারা দিন রাত কাজ করে যাচ্ছেন।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানিয়েছেন, পর্যটকদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ।