Top
সর্বশেষ

টুঙ্গিপাড়ায় মৎস্যজীবী সমিতির মানববন্ধন

১৯ মার্চ, ২০২২ ৬:২৯ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ায় মৎস্যজীবী সমিতির মানববন্ধন
গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রকল্প পরিচালকের অপসারনসহ দুই দফা দাবীতে মানববন্ধন করেছে মৎস্যজীবী সমিতির সদস্যরা। গোপালগঞ্জ মৎস্যচাষী সমবায় সমিতি,কেন্দ্রীয় কমিটির ব্যানারে এ কর্মসূচী পালিত হয়।

আজ শনিবার (১৯ মার্চ) দুপুরে টুঙ্গিপাড়া গ্রামে মৎস্যজীবী সমিতির শতাধিক নারী-পুরুষ সদস্যরা হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধনে কেন্দ্রীয় সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন, মহাসচিব আবদুল হালিম শিকদার, কোষাধক্ষ্য মহাসীন হোসেন, গোপালগঞ্জ সদর উপজেলার সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, টুংগীপাড়া উপজেলা সভাপতি মো: ইকরাম হোসেন, সাধারণ সম্পাদক রবিউল হোসেন, কোটালীপাড়া উপজেলা কমিটির সভাপতি তোতা মিয়া হাওলাদার, বাগেরহাটে জেলার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বক্তব্য রাখেন।

এসময় বক্তরা অনতিবিলম্বে প্রকল্প পরিচালকের অপসারনসহ প্রকল্পের কাজ শুরু করার দাবী জানিয়ে বলেন, ৪বছর মেয়াদী প্রকল্পের দুই বছর ইতোমধ্যে অতিক্রম করেছে। কিন্তু, প্রকল্পের কাজ এখনো শুরুই হয়নি। তারা অনতিবিলম্বে নতুন একজন প্রকল্প পরিচালককে নিয়োগ দেয়ারও দাবী জানান।

শেয়ার