Top
সর্বশেষ
মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

বিএনপি প্রতিদিনই সরকারের বিদায় ঘন্টা বাজাচ্ছেঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০ মার্চ, ২০২২ ২:৫৪ অপরাহ্ণ
বিএনপি প্রতিদিনই সরকারের বিদায় ঘন্টা বাজাচ্ছেঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী
পঞ্চগড় প্রতিনিধি :

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নয়াপল্টন অফিসে বসে প্রতিদিনই আমাদের বিদায় ঘন্টা বাজাচ্ছে। তাদের ঘন্টা বাজানোতে জনগণ সাড়া দেয় নি। জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আছে আওয়ামীলীগের সাথে আছে। আগামীতেও বিপুল ভোটে জয়লাভ করে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন হবে।

রবিবার দুপুরে পঞ্চগড় সার্কিট হাউজ চত্বরে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। তিনি পঞ্চগড় চিনিকল মাঠে অনুষ্ঠিত পঞ্চগড় জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

মন্ত্রী বলেন, ২০০৯ সালে আমরা সরকার গঠনের পর থেকেই বিএনপি বলে আসছে আমাদের দিন ঘনিয়ে আসছে। তারা যতই বলছে জনগণ ততই আমাদের পক্ষে আসছে।

সম্প্রতি জাতিসংঘের প্রকাশিত সুখী দেশের সুচকে বাংলাদেশ আগের চেয়ে ৭ ধাপ এগিয়ে গেছে। এই করোনার মধ্যেও বাংলাদেশে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। আগে আমাদের অবস্থান ছিল ১০১ বর্তমানে ৯৪। যেখানে ভারতের অবস্থান ১৩৬ পাকিস্তানের অবস্থান ১২৬ । আমরা ভারত পাকিস্তান থেকেও এগিয়ে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল প্রেসক্লাবে গিয়ে বিএনপি ঘরানার সাংবাদিকদের সামনে অনেক কথা বলেছে। তারা যে কথা বলছে জাতিসংঘের এই রিপোটের পরে তাদের লজ্জা হওয়া উচিত।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশে সংবাদপত্র ও গণমাধ্যম যে স্বাধীনতা ভোগ করে তা অনেক উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ। যেভাবে প্রধানমন্ত্রী গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছেন। গত ১৩ বছরে যেভাবে গণমাধ্যমের বিকাশ ঘটেছে এবং স্বাধীনতা ভোট করছে তা অনেক উন্নত ও উন্নয়নশীল দেশেও নেই।

এসময় রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াৎ হোসেন সফিক, এইচএন আশিকুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার সাদাত সম্রাট, জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার