Top
সর্বশেষ
মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

পঞ্চগড়ে টিসিবি’র পন্য বিক্রির উদ্বোধন করলেন রেলপথমন্ত্রী

২০ মার্চ, ২০২২ ৫:৫৬ অপরাহ্ণ
পঞ্চগড়ে টিসিবি’র পন্য বিক্রির উদ্বোধন করলেন রেলপথমন্ত্রী
পঞ্চগড় প্রতিনিধি :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবিতাবস্থায় সবসময় গরীব দুঃখি মেহনতি মানুষের কথা চিন্তা করেছিলেন। তাদের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেভাবেই দেশ চালাচ্ছেন। বর্তমান সরকার তেলুয়া মাথায় তেল নয়, গরীব মানুষ, নিম্ন আয়ের মানুষ কিভাবে ভালো থাকবে এ নিয়ে কাজ করে যাচ্ছে।

রবিবার পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভা এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবি’র পণ্য তুলে দেওয়ার সময় প্রধান অতিথির বক্তব্যে রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি একথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট গঠনের পর সেই রাজনৈতিক দর্শণে ভীত হয়ে স্বপরিবারে তাকে হত্যা করেছিল স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদররা। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পুরণে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১৩ বছরে সরকার প্রত্যেকটি সেক্টর প্রত্যেকটি ক্ষেত্রে সরকারি সুযোগ সুবিধা দিয়ে আসছে।
পঞ্চগড় পৌরসভা এলাকার ৭,৮,৯ নং ওয়ার্ডের ১ হাজার ৩ শত ৪০ জন নিম্ন আয়ের মানুষের মাঝে চিনি, মুশুর ডাল ও সয়াবিন তেল বিক্রয় করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুন, কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি আব্দুল লতিফ তারিন, কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, আসন্ন রমজান উপলক্ষে পঞ্চগড়ে ৬৯ হাজার ৭৫ পরিবার পাচ্ছে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবির মাধ্যমে চার প্রকার খাদ্যপণ্য পাচ্ছে এসব পরিবার। আজ রবিবার থেকে এই খাদ্যপণ্য বিক্রি শুরু হয়েছে। প্রথম দফায় এসব পণ্যের মধ্যে থাকবে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি এবং দ্বিতীয় দফায় এর সাথে যুক্ত হবে ২ কেজি ছোলা। টিসিবি প্রতি লিটার তেল ১১০ টাকা, ডাল ৬৫ টাকা ও চিনি ৫৫ টাকা কেজি দরে সরবরাহ করবে। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নিম্নবিত্ত মানুষকে অর্থনৈতিক সাশ্রয় দিতে সরকার টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে সারাদেশের মত পঞ্চগড় জেলায় খাদ্যপণ্য বিক্রি শুরু হয়েছে।

টিসিবির ১৬ জন ডিলারের মাধ্যমে পাঁচটি উপজেলার ৪৩ টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় এসব পণ্য সরবরাহ করা হচ্ছে। যাতে কোনো রকম অসুবিধা ছাড়াই সুবিধাভোগীদের কাছে ভর্তুকির এসব পণ্য পৌঁছায়, তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সবকিছু করা হয়েছে। কবে কোথায় কখন টিসিবির পণ্য সরবরাহ করা হবে তা ইতোমধ্যে জেলা ও উপজেলা প্রশাসন জানিয়ে প্রচারণা করেছেন।
ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড মেম্বার ও পৌরসভায় কাউন্সিলররা সুবিধাভোগীদের তালিকা তৈরি করেছেন। এই তালিকা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেদের উপস্থিতিতে প্যাকেট করছে জেলা প্রশাসন। প্যাকেট সম্পন্ন হওয়ার পর তা যাবে টিসিবি ডিলারদের হাতে। ডিলাররা জেলা প্রশাসন থেকে পাওয়া তালিকা অনুযায়ী প্যাকেট পৌঁছে দিবেন সুবিধাভোগীদের কাছে। এ সময় উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধিরা উপস্থিত থাকছেন।

জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানানতালিকাভুক্ত কার্ডধারীরা সঠিক মাপে এসব পণ্য পাবেন। আগামী ৩০ মার্চ পর্যন্ত প্রথম দফার এসব পণ্য সরবরাহ করা হেেব। রমজান শুরু হলে দ্বিতীয় দফা শুরু হবে। #

 

শেয়ার