Top
সর্বশেষ
মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি অস্ত্রোপচার পুনরায় সচল

২১ মার্চ, ২০২২ ১:১৮ অপরাহ্ণ
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি অস্ত্রোপচার পুনরায় সচল
রায়পুর(লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও প্রসূতি অস্ত্রোপচার সচল হচ্ছে।  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম নিজেই এ অস্ত্রোপচার করছেন।

সংশ্লিষ্ট চিকিৎসক এখন পর্যন্ত পদায়ন না হলেও রোগীদের দুর্ভোগ বিবেচনায় সিভিল সার্জনের অনুমতি সাপেক্ষে এ উদ্যোগ গ্রহন করেছেন তিনি।   সোমবার (২১মার্চ) সকাল থেকে এ সেবা চালু করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি
গত ১৬ই জানুয়ারি ঢাকার একটি হাসপাতালে বদলি হয়ে চলে যান জরুরী সেবা (ইওসি) টিমের সদস্য চিকিৎসা কর্মকর্তা (গাইনি) শামিমা নাসরিন। বদলির পর থেকে চিকিৎসকের অভাবে অপারেশন থিয়েটারটি বন্ধ রাখা হয়। তবে ২ মাস ৪ দিন পর আজ থেকে আবারও অস্ত্রোপচার চালু হচ্ছে ।
 জানা যায়, প্রতিদিন অসংখ্য গর্ভবতী মহিলা চিকিৎসা নিতে আসেন হাসপাতালটিতে। তবে বিগত দুই মাস অস্ত্রোপচারের ব্যবস্থা না থাকায় তারা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হন। ফলস্বরূপ অনেক দরিদ্র রোগী আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে।
সুত্র বলছে, হাসপাতালটিতে গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১৬ জানুয়ারি পর্যন্ত ৩৪৪ জন গর্ভবতী নারী সন্তান জন্ম দেন। এদের মধ্যে ১৭৯ জন স্বাভাবিক ও ১৬৫ জন নারী অস্ত্রোপচারে সন্তান প্রসব করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (অবেদনবিদ) মোবারক হোসেন বলেন, ইওসি টিমে একজন গাইনি চিকিৎসকের অভাবে আমাদের এখানে অস্ত্রোপচার করা সম্ভব ছিলনা। রোগীদের জন্য কিছু করতে না পারার যন্ত্রণায় ছিলাম। আবারও বিনা মূল্যের এ সেবাটি চালু হচ্ছে জেনে কিছুটা মানসিক শান্তি পাচ্ছি। এমন মহতী উদ্যোগের জন্য সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি।
রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম বলেন, ‘গাইনি চিকিৎসকের অভাবে প্রায় ২ মাস ধরে প্রসূতি অস্ত্রোপচার বন্ধ ছিল। এ কারণে গরিব রোগীরা কষ্টে ছিলেন। আমি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকেই সেবাটি চালুর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে আসছি। যতদিন পর্যন্ত প্রসবজনিত জরুরি সেবার জন্য গাইনি চিকিৎসক না আসেন, তত দিন পর্যন্ত আমি নিজেই এ অস্ত্রোপচারের কাজটি করে যাব।’
শেয়ার