Top
সর্বশেষ
মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

সেনবাগে বিদ্যালয়ে বোরকা নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন

২১ মার্চ, ২০২২ ৫:২২ অপরাহ্ণ
সেনবাগে বিদ্যালয়ে বোরকা নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজারের ‘শের ই বাংলা উচ্চ বিদ্যালয়’ এর প্রধান শিক্ষকের নির্দেশনা মোতাবেক বিদ্যালয়ে ছাত্রীদের বোরকা নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

সোমবার সকালে ঘন্টাব্যাপী নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য মো. মাসুদ ও সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিদ্যালয় ম্যানেজিং কমিটির আগামী বৈঠকে এ বিষয়ে একটি স্থায়ী সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

এরআগে সকাল ১০ টায় বিক্ষুব্ধ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও বিদ্যালয় আঙ্গিনায় বিক্ষোভ মিছিল করে। আন্দোলনরত শিক্ষার্থীরদের ওপর বিদ্যালয়ের সহকারি শিক্ষক হারাধন চন্দ্র দাস হামলা করেছে বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।

জানা গেছে, গত ১২মার্চ সকালে বিদ্যালয়ের নোটিশ বোর্ডে প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন স্বাক্ষরিত একটি নোটিশে বিদ্যালয়ে ডুকার সময় ছাত্রীদের বোরকা নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে অভিভাবক ও স্থানীয়দের চাপে পড়ে পরদিন এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও শ্রেণি কক্ষে সহকারি শিক্ষকরা বোরকা পরা ছাত্রীদের সাথে খারাপ আচারণ করে এবং বোরকা ছাড়া শ্রেণি কক্ষে আসার জন্য চাপ দেয়।

এ বিষয়ে কথা বলতে চাইলেও মুঠোফোনে অভিযুক্ত প্রধান শিক্ষকে পাওয়া যায়নি। সহকারি প্রধান শিক্ষকের মোবাইলেও একাধিক বার চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।

শেয়ার