Top
সর্বশেষ
গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

সেনবাগে বিদ্যালয়ে বোরকা নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন

২১ মার্চ, ২০২২ ৫:২২ অপরাহ্ণ
সেনবাগে বিদ্যালয়ে বোরকা নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজারের ‘শের ই বাংলা উচ্চ বিদ্যালয়’ এর প্রধান শিক্ষকের নির্দেশনা মোতাবেক বিদ্যালয়ে ছাত্রীদের বোরকা নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

সোমবার সকালে ঘন্টাব্যাপী নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য মো. মাসুদ ও সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিদ্যালয় ম্যানেজিং কমিটির আগামী বৈঠকে এ বিষয়ে একটি স্থায়ী সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

এরআগে সকাল ১০ টায় বিক্ষুব্ধ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও বিদ্যালয় আঙ্গিনায় বিক্ষোভ মিছিল করে। আন্দোলনরত শিক্ষার্থীরদের ওপর বিদ্যালয়ের সহকারি শিক্ষক হারাধন চন্দ্র দাস হামলা করেছে বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।

জানা গেছে, গত ১২মার্চ সকালে বিদ্যালয়ের নোটিশ বোর্ডে প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন স্বাক্ষরিত একটি নোটিশে বিদ্যালয়ে ডুকার সময় ছাত্রীদের বোরকা নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে অভিভাবক ও স্থানীয়দের চাপে পড়ে পরদিন এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও শ্রেণি কক্ষে সহকারি শিক্ষকরা বোরকা পরা ছাত্রীদের সাথে খারাপ আচারণ করে এবং বোরকা ছাড়া শ্রেণি কক্ষে আসার জন্য চাপ দেয়।

এ বিষয়ে কথা বলতে চাইলেও মুঠোফোনে অভিযুক্ত প্রধান শিক্ষকে পাওয়া যায়নি। সহকারি প্রধান শিক্ষকের মোবাইলেও একাধিক বার চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।

শেয়ার