Top
সর্বশেষ

ক্ষতিগ্রস্ত একটা মানুষও যেন পুনর্বাসন থেকে বঞ্চিত না হয়: স্পিকার

২১ মার্চ, ২০২২ ৬:৪৭ অপরাহ্ণ
ক্ষতিগ্রস্ত একটা মানুষও যেন পুনর্বাসন থেকে বঞ্চিত না হয়: স্পিকার
সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর :

আগুনে বাড়ির সমস্ত কিছু পুড়ে গিয়েছিলো। এরপর সরকারি সাহয্যেও পাশাপশি বিভিন্নজন সহযোগীতা করেছে। তখন সরকারের দেওয়া টাকা দিয়ে নতুন করে ঘর নির্মাণ করেছি। আজ স্পিকার ম্যাডাম টাকার চেক দিল। এই টাকা দিয়ে অনেক উপকার হবে। ছেলেটা বাজারে দোকান করতে পারবে।

কথাগুলো বলছিলেন রংপুরের পীরগঞ্জের রামনাথপুর উত্তরপাড়া হিন্দু পল্লিতে ধর্মীয় উগ্রপন্থিদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে সব হারানো অনিল রায়। সোমবার (২১ মার্চ) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুরে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন রংপুর-৬ পীরগঞ্জ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পীকার শিরিন শারমিন চৌধুরী।
ক্ষতিগ্রস্ত রুপা গাঙ্গলী জানান, যখন এখানকার সংখ্যালুঘুদের বাড়িতে হামলা করছিন তখন আমরা পরিবারের সকলেই বাড়িঘর ছেড়ে পালিয়ে অন্য জায়গায় দিয়ে আশ্রয় নেই। বাড়ির সমস্ত মালামাল, গরু,ছাগল, টাকা পয়সা, সোনাদানা যা ছিলো সবকিছু লুট করে নিয়ে গেছে। আজ যে টাকা পেলাম তা দিয়ে ছাগল কিনবো আর মানুষের পাওনা পরিষোধ করবো।

শরত চন্দ্র দাস জানন, কয়দিন আগে আমার নাম লিখে নিয়ে গেছে, আজ টাকা পেলাম। ভগবান সবার ভালো করুক। আর যাতে আমাদের বাড়ি ঘর না ভাঙ্গে, আগুন যেন না দেয়, সবাই মিলে মিশে থাকি। টাকাটা দিয়ে জমি বন্দক নিবো

চেক বিতরণ শেষে ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে কথা বলেন স্পীকার শিরিন শারমিন চৌধুরী বলেন, আমি ঘটনাটি জানার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলি এবং সব ধরণের সহযোগিতা দেই। যা কিছু প্রয়োজন সবকিছুই দিয়েছি। স্থানীয় প্রশাসনও সহযোগিায় এগিয়ে এসেছিল।

স্পীকার বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ক্ষতিগ্রস্ত একটা মানুষও যেন পুনর্বাসন থেকে বঞ্চিত না হয়। তাদের যেন পুরোপুরি সহযোগিতা করা হয়। আমরা তাঁর নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নিতে শুরু করি। এখনো করছি।

এসময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর মেয়র ও পীরগঞ্জ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, জেলা প্রশাসক আসিব আহসান পুলিশ সুপারসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

শেয়ার