Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

উখিয়ায় দেশীয় অস্ত্র নিয়ে ৪ রোহিঙ্গা গ্রেপ্তার

২১ মার্চ, ২০২২ ৭:৩৮ অপরাহ্ণ
উখিয়ায় দেশীয় অস্ত্র নিয়ে ৪ রোহিঙ্গা গ্রেপ্তার
কনক বড়ুয়া, উখিয়া :

কক্সবাজারের উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকাল ৭ টি দেশীয় অস্ত্রসহ পুলিশ হেডকোয়ার্টার্সের তালিকাভূক্ত ২ জনসহ ৪ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন, ১৬ নং ক্যাম্পের ডি-ব্লকের মৌলভী নূর মোহাম্মদ (৩৫)। সে ওই ক্যাম্পের তালিকাভুক্ত আসামী। অন্যরা হলেন ১৬ নং ক্যাম্পের মোঃ ইলিয়াছ (৩৫), ১৪ নং ক্যাম্পের ই/৩ ব্লকের সৈয়দ আহম্মদ (৩৮) ও বি/১ ব্লকের সানাউল্লাহ (৪৮)।

সোমবার (২১ মার্চ) ভোররাত ২ টা ৪৫ মিনিটের দিকে উখিয়ার ১৬ নং ক্যাম্পের ডি ব্লক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন।

তিনি জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ১৬ নং ক্যাম্পে অভিযান পরিচালনা করেন এপিবিএনের সদস্যরা। অভিযানে ৪ রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয় এবং তাদের সঙ্গে থাকা ১৮/২০ জন সশস্ত্র ডাকাত পালিয়ে যায়। আটককৃতদের নিকট হতে ডাকাতির উদ্দেশ্যে ব্যবহৃত সাতটি দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রগুলো হলো ১ টি লোহার তৈরি বাটসহ ছোরা, ১ টি লোহার তৈরি ধামা দা, ১ টি লোহার তৈরি ধারালো ছোরা, ১ টি লোহার পাত, ১ টি লোহার ষ্টিক, ১ টি লোহার রড, ১ টি লোহার রড।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

শেয়ার