সিরাজগঞ্জে সংগ্রাম নামে এক ছাত্রলীগ নেতাকে হত্যার দায়ে আলম প্রামাণিক (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জবীন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে-খোদা মো. নাজির এই আদেশ দেন। সাজার আদেশপ্রাপ্ত আলম প্রামাণিক সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের আহাদ বক্সের ছেলে।
জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
মামলায় বাদীর এজাহার সূত্রে জানা যায়, বাগবাটি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক সংগ্রামের সঙ্গে গ্রামের আলম প্রামাণিকের বন্ধুত্ব ছিল।তারা একসঙ্গেই থাকতেন।
২০১৮ সালের ৫ জুলাই রাতে সংগ্রাম পিপুলবাড়ীয়া গ্রামের বেলালের মুদিখানা দোকানের পাশে কেরাম বোর্ড খেলা দেখছিলেন। এ অবস্থায় আলম প্রামাণিক মোবাইলফোনে সংগ্রামকে ডেকে নিয়ে যান। একপর্যায়ে আলম প্রামাণিক পূর্ব পরিকল্পনা মোতাবেক ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সংগ্রামকে হত্যা করেন। পরদিন সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় সংগ্রামের মা হালিমা খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামির উপস্থিতিতে বিচারক আজ এ রায় ঘোষণা করেন।