Top

বেড়ায় আগুনে চাইনিজ রেস্টুরেন্টেসহ ১২ দোকান ভস্মিভুত : কোটি টাকার ক্ষতি

২৩ মার্চ, ২০২২ ১:২২ অপরাহ্ণ
বেড়ায় আগুনে চাইনিজ রেস্টুরেন্টেসহ ১২ দোকান ভস্মিভুত : কোটি টাকার ক্ষতি
পাবনা প্রতিনিধি :

মঙ্গলবার(২৩ মার্চ) দিবাগত রাত দেরটার দিকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বেড়া পৌর এলাকার কাদের ডাক্তার মোড়ে থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।খবর পেয়ে বেড়া ফায়ার সার্ভিসসহ মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌছে তিনঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।

ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের সঙ্গে কথা বললে তাঁরা প্রাথমিক ভাবে ক্ষতির পরিমান তিন কোটি টাকার উপরে হয়েছে বলে ধারনা করছেন।

মার্কেটের নৈশ প্রহরী সোলাইমান হোসেন জানান, রাত পোনে একটার দিকে সানোয়ার কসমেটিকস এর দোকান ও নিঝুম স্টোরের দক্ষিন পাশের (পেছন সাইড) অজ্ঞাত উৎস থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুরর্তর মধ্য আগুন ব্যাপক বিস্তার লাভ করে। এ সময় সেখানে অবস্থিত গোধ‚লি চাইনিজ রেস্টুরেন্টে এন্ড সুইট মিট, সানোয়ার কসমেটিকস, উজ্জ্বল স্টুডিও ,নিঝুম স্টোর, আব্দুল­াহ গার্মেন্ট,রাফি বস্ত্রলায়,রেজাউল কসমেটিক, সেভেন স্টার গার্মেন্টস,ইসলাম ট্রেডাস,মানিক হোন্ডা সার্ভিস,মোতালেব টেডার্স,শান্তা টেডার্স (লেপ তোষকের দোকান)সহ অন্যান্য দোকান পুড়ে যায়। খবর পেয়ে বেড়া ফায়ার স্টেশনের উদ্ধারকর্মীরা দ্রæত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেস্টা চালায়। পরে কাশিনাথপুর, সাঁথিয়ায় ও বাঘাবাড়ি ফায়ার স্টেশনের উদ্ধার কর্মীরা তাদের সাথে যোগ দিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়। চারটি ইউনিটের তিন ঘন্টার প্রচেস্টায় আগুন নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী।
বেড়া ফায়ার স্টেশন অফিসার নাজমুল হক বলেন, রাত পৌনে দুইটার দিকে তার স্টেশনে খবর আসে। পরপরই তাঁরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে তাদের সাথে অন্য তিনটি ইউনিটের উদ্ধার কর্মীরা যোগ দিয়ে তিন ঘন্টার চেস্টায় আগুন নেভাতে সক্ষম হন। প্রাথমিক ভাবে আগুনের উৎসের সন্ধান করতে পারেনি তাঁরা। তবে বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে এবং ক্ষতির পরিমান প্রায় কোটি টাকা হবে বলে অনুমান করা হচ্ছে।
সকালে বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সবুর আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

 

শেয়ার